প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

প্রকাশ | ১৩ আগস্ট ২০২০, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
উদ্ভিদ পানি ছাড়া বাঁচে না
১। প্রাণী ও উদ্ভিদ - ছাড়া বাঁচে না। উত্তর : পানি ২। উদ্ভিদের পাতায় - কণিকা রয়েছে। উত্তর : সবুজ ৩। উদ্ভিদের সবুজ কণিকার নাম -। উত্তর : ক্লোরোফিল ৪। জড় পরিবেশ নানাভাবে - জীবধারণকে প্রভাবিত করে। উত্তর : জীবের ৫। - উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে। উত্তর : ক্লোরোফিল ৬। ক্লোরোফিলের সহায়তায় সূর্যের আলো ও পানির সাহায্যে - প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়। উত্তর : সালোকসংশ্লেষণ ৭। উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ও - বায়ুতে ছাড়ে। উত্তর : অক্সিজেন ৮। প্রাণী অক্সিজেন - করে থাকে। উত্তর : গ্রহণ ৯। প্রাণীর মলমূত্র মাটির - বৃদ্ধি করে। উত্তর : উর্বরতা ১০। কীটপতঙ্গ, পাখির মাধ্যমে উদ্ভিদের - ঘটে। উত্তর : পরাগায়ন ১১। শক্তির প্রধান উৎস -। উত্তর : সূর্য ১২। প্রাণী তার খাদ্যের জন্য - ওপর নির্ভরশীল। উত্তর : উদ্ভিদের ১৩। ছোট প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে বড় -। উত্তর : প্রাণী ১৪। অনেক - যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি হয়। উত্তর : খাদ্যশৃঙ্খল ১৫। উদ্ভিদ ও প্রাণী একে অপরের সাহায্যে - থাকে। উত্তর : বেঁচে ১৬। উদ্ভিদ ও প্রাণীর - জন্য মাটি, পানি ও বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর : বেঁচে থাকার ১৭। পৃথিবীর সব প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে - ওপর নির্ভরশীল। উত্তর : উদ্ভিদের ১৮। - উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। উত্তর : সবুজ ১৯। অনেক - মাধ্যমে বিভিন্ন উদ্ভিদের বীজ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। উত্তর : প্রাণীর ২০। উদ্ভিদ ও প্রাণী থেকে আমরা খাদ্য ও - সহ বেঁচে থাকার অনেক জিনিস পাই। উত্তর : ওষুধ। ২১। জনসংখ্যা - পাওয়ার কারণে পরিবেশের বিভিন্ন সমস্যা হয়। উত্তর : বৃদ্ধি ২২। বায়ুদূষণ মানুষের - ওপর প্রভাব ফেলে। উত্তর : স্বাস্থ্যের ২৩। ইটের ভাটায় ইট পোড়ানোর কারণে - দূষিত হয়। উত্তর : বায়ু ২৪। খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য জমিতে - প্রয়োগ করা হয়। উত্তর : রাসায়নিক সার ২৫। নদীর পানিকে দূষিত করছে -। উত্তর : কীটনাশক ২৬। অতিরিক্ত রাসায়নিক সার মাটির - নষ্ট করে। উত্তর : উর্বরতা ২৭। - মাটিতে পচে না। উত্তর : পলিথিন ২৮। গাড়ির হর্ন বাজালে - হয়। উত্তর : শব্দদূষণ ২৯। উচ্চ আওয়াজ মানুষের - ক্ষতি করে। উত্তর : কানের ৩০। মানুষের বাড়তি প্রয়োজনে কাটা হয় -। উত্তর : বনজঙ্গল ৩১। শহর অঞ্চলে গড়ে উঠছে - বস্তি। উত্তর : অস্বাস্থ্যকর ৩২। পরিবেশ ঠিক রাখতে নদী-নালা - বন্ধ করতে হবে। উত্তর : ভরাট ৩৩। - কারণে জেনারেটর চলে। উত্তর : লোডশেডিংয়ের ৩৪। অপরিকল্পিত কলকারখানা - করা যাবে না। উত্তর : তৈরি