শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলা
মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
  ১৩ আগস্ট ২০২০, ০০:০০
লালন শাহ

মানবধর্ম

১। লালন শাহ কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৭৬৬

খ. ১৭৬৯

গ. ১৭৭২

ঘ. ১৭৭৫

সঠিক উত্তর : গ. ১৭৭২

২। লালন শাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ক. ঝিনাইদহে

খ. যশোর

গ. কুষ্টিয়া

ঘ. খুলনা

সঠিক উত্তর : ক. ঝিনাইদহে

৩। লালনের রচিত গানের সংখ্যা কত?

ক. শতাধিক

খ. সহস্রাধিক

গ. পাঁচ শতাধিক

ঘ. লক্ষাধিক

সঠিক উত্তর : খ. সহস্রাধিক

৪। লালন শাহ কত সালে মৃতু্যবরণ করেন?

ক. ১৮৮০

খ. ১৮৮৮

গ. ১৮৯০

ঘ. ১৮৯৫

সঠিক উত্তর : গ. ১৮৯০

৫। লালন শাহ কোথায় মৃতু্যবরণ করেন?

ক. ঝিনাইদহে

খ. যশোর

গ. কুষ্টিয়া

ঘ. খুলনা

সঠিক উত্তর : ক. ঝিনাইদহে

৬। 'গঙ্গার পানি' কাদের কাছে পবিত্রতার প্রতীক?

ক. মুসলমানদের

খ. হিন্দুদের

গ. বৌদ্ধদের

ঘ. খ্রিস্টানদের

সঠিক উত্তর : খ. হিন্দুদের

৭। লালনের কাছে কোন ধর্মই মূল কথা?

ক. হিন্দুধর্ম

খ. মুসলিম ধর্ম

গ. মানবধর্ম

ঘ. সংসারধর্ম

সঠিক উত্তর : গ. মানবধর্ম

৮। 'মানবধর্ম' কবিতাটির কবি কে?

ক. কায়কোবাদ

খ. সত্যেন্দ্রনাথ দত্ত

গ. লালন শাহ

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

সঠিক উত্তর : গ. লালন শাহ

৯। লালন শাহের 'মানবধর্ম' কোন জাতীয় রচনা?

ক. কবিতা

খ. ছড়া

গ. পদ্য

ঘ. প্রবন্ধ

সঠিক উত্তর : ক. কবিতা

১০। সিরাজ সাঁই কে ছিলেন?

ক. কবি

খ. সাধক

গ. গায়ক

ঘ. সুরকার

সঠিক উত্তর : খ. সাধক

১১। লালনের গানের বিশেষ বৈশিষ্ট্য কী?

ক. প্রকৃতিপ্রেম ও মানবচেতনা

খ. স্বদেশপ্রেম ও মানবতাবাদ

গ. অধ্যাত্মভাব ও মরমি রসব্যঞ্জনা

ঘ. অমৃতলোকের রহস্য অনুসন্ধানস্পৃহা

সঠিক উত্তর : গ. অধ্যাত্মভাব ও মরমি রসব্যঞ্জনা

১২। লালন শাহ ছিলেন-

ক. প্রাচীন যুগের কবি

খ. আধুনিক যুগের কবি

গ. মরমি কবি

ঘ. প্রকৃতির কবি

সঠিক উত্তর : গ. মরমি কবি

১৩। মানুষ কোন বিষয়টি গৌরবের বলে মনে করে?

ক. টাকাওয়ালা হওয়াকে

খ. জাতের মর্যাদাকে

গ. নামে বড় হওয়াকে

ঘ. কাজে বড় হওয়াকে

সঠিক উত্তর : খ. জাতের মর্যাদাকে

১৪। যে কোনো মানুষের বড় পরিচয় কী হওয়া উচিত?

ক. ধর্মপ্রধান

খ. নামপ্রধান

গ. পদবিপ্রধান

ঘ. মনুষ্যপ্রধান

সঠিক উত্তর : ঘ. মনুষ্যপ্রধান

১৫। কবি তার কবিতায় কোন ধর্মকে অনুসরণ করতে বলেছেন?

ক. হিন্দুধর্ম

খ. মুসলমানধর্ম

গ. মানবধর্ম

ঘ. লালনধর্ম

সঠিক উত্তর : গ. মানবধর্ম

১৬। 'মানবধর্ম' কবিতায় লালন শাহ 'জল' শব্দটি কতবার ব্যবহার করেছেন?

ক. ১

খ. ৩

গ. ৪

ঘ. ৫

সঠিক উত্তর : খ. ৩

১৭। লালনের অভিজ্ঞতা প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে?

ক. ছন্দের মাধ্যমে

খ. গানের মাধ্যমে

গ. দর্শনের মাধ্যমে

ঘ. প্রশ্ন করার মাধ্যমে

সঠিক উত্তর : গ. দর্শনের মাধ্যমে

১৮। কবিতার প্রধান বাহন কী?

ক. অনুকরণ

খ. ভাব সৌন্দর্য

গ. ভাষা

ঘ. মন্তব্য

সঠিক উত্তর : খ. ভাব সৌন্দর্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<108588 and publish = 1 order by id desc limit 3' at line 1