শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রাথমিক বিজ্ঞান

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর
  ১৫ আগস্ট ২০২০, ০০:০০
সাইকেল চালাতে পেশিশক্তি প্রয়োগ করতে হয়

শূন্যস্থান পূরণ

৩৫। দূষিত পানি ব্যবহারে মানুষের - রোগ হয়ে থাকে।

উত্তর : পানিবাহিত

৩৬। কাঁচা পায়খানায় - দূষিত হয়।

উত্তর : পানি

৩৭। বিভিন্ন - কারণে পরিবেশের বায়ু, পানি ও মাটি দূষিত হয়।

উত্তর : বর্জ্যের

৩৮। কৃষিক্ষেত্রে - রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে মাটি দূষিত হয়।

উত্তর : অতিরিক্ত

৩৯। - গাড়ির হর্ন বাজানো উচিত নয়।

উত্তর : বিনা প্রয়োজনে

৪০। মানুষ ও অন্যান্য জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য - প্রয়োজন।

উত্তর : সুস্থ পরিবেশ

৪১। বনজঙ্গল সংরক্ষণসহ - সংরক্ষণ প্রয়োজন।

উত্তর : পরিবেশ

৪২। পরিবেশ সংরক্ষণ করতে হলে সবাইকে - করে তুলতে হবে।

উত্তর : সচেতন।

৪৩। আলো - পদ্ধতিতে সঞ্চারিত হয়।

উত্তর : বিকিরণ

৪৪। বায়ু একটি -।

উত্তর : পদার্থ

৪৫। আলোর - নেই।

উত্তর : ওজন

৪৬। তাপ সঞ্চারিত হয় - পদ্ধতিতে।

উত্তর : ৩টি

৪৭। সাইকেল চালাতে প্রয়োগ করতে হয় - শক্তি।

উত্তর : পেশি

৪৮। আমরা শক্তিকে শনাক্ত করতে পারি - দেখে।

উত্তর : বস্তুর ওপর ক্রিয়া

৪৯। বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে - চালানো হয়।

উত্তর : নৌকা

৫০। কাজ করার সামর্থ্যকে - বলে।

উত্তর : শক্তি

৫১। - মধ্য দিয়ে শক্তির অবনতি ঘটে।

উত্তর : রূপান্তরের

৫২। রাসায়নিক শক্তি তাপশক্তিতে রূপান্তর ঘটে - পোড়ালে।

উত্তর : কাঠ কয়লা

৫৩। পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে বলে -।

উত্তর : পরমাণু

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<108810 and publish = 1 order by id desc limit 3' at line 1