প্রাথমিক বিজ্ঞান

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ১৫ আগস্ট ২০২০, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর
সাইকেল চালাতে পেশিশক্তি প্রয়োগ করতে হয়
শূন্যস্থান পূরণ ৩৫। দূষিত পানি ব্যবহারে মানুষের - রোগ হয়ে থাকে। উত্তর : পানিবাহিত ৩৬। কাঁচা পায়খানায় - দূষিত হয়। উত্তর : পানি ৩৭। বিভিন্ন - কারণে পরিবেশের বায়ু, পানি ও মাটি দূষিত হয়। উত্তর : বর্জ্যের ৩৮। কৃষিক্ষেত্রে - রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে মাটি দূষিত হয়। উত্তর : অতিরিক্ত ৩৯। - গাড়ির হর্ন বাজানো উচিত নয়। উত্তর : বিনা প্রয়োজনে ৪০। মানুষ ও অন্যান্য জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য - প্রয়োজন। উত্তর : সুস্থ পরিবেশ ৪১। বনজঙ্গল সংরক্ষণসহ - সংরক্ষণ প্রয়োজন। উত্তর : পরিবেশ ৪২। পরিবেশ সংরক্ষণ করতে হলে সবাইকে - করে তুলতে হবে। উত্তর : সচেতন। ৪৩। আলো - পদ্ধতিতে সঞ্চারিত হয়। উত্তর : বিকিরণ ৪৪। বায়ু একটি -। উত্তর : পদার্থ ৪৫। আলোর - নেই। উত্তর : ওজন ৪৬। তাপ সঞ্চারিত হয় - পদ্ধতিতে। উত্তর : ৩টি ৪৭। সাইকেল চালাতে প্রয়োগ করতে হয় - শক্তি। উত্তর : পেশি ৪৮। আমরা শক্তিকে শনাক্ত করতে পারি - দেখে। উত্তর : বস্তুর ওপর ক্রিয়া ৪৯। বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে - চালানো হয়। উত্তর : নৌকা ৫০। কাজ করার সামর্থ্যকে - বলে। উত্তর : শক্তি ৫১। - মধ্য দিয়ে শক্তির অবনতি ঘটে। উত্তর : রূপান্তরের ৫২। রাসায়নিক শক্তি তাপশক্তিতে রূপান্তর ঘটে - পোড়ালে। উত্তর : কাঠ কয়লা ৫৩। পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে বলে -। উত্তর : পরমাণু