রাবিপ্রবিতে শুরু অনলাইন ক্লাস

প্রকাশ | ১৫ আগস্ট ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
করোনা মহামারির কারণে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ১২ আগস্ট থেকে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সব বিভাগের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস শুরু হয়েছে। নবাগত শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রামের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা ১২ আগস্ট থেকে অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করার নির্দেশনা প্রদান করেন। বিডিরেন এর সহায়তায় জুম অ্যাপসের মাধ্যমে বিদ্যমান ৪টি বিভাগের (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ম্যানেজমেন্ট বিভাগ, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ এবং টু্যরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ) অনলাইন ক্লাস শুরু হয়েছে।