ডুয়েটে সফট লোনের আবেদন

প্রকাশ | ১৫ আগস্ট ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান রাখার লক্ষ্যে সফট লোন বা গ্রেন্টসের জন্য আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রশাসন। ডিভাইস ও ইন্টারনেট ডেটা ক্রয়ের আর্থিক সামর্থ্যহীন শিক্ষার্থীদের আগামী ১৬ আগস্টের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান রাখতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীদের সফট লোন বা গ্রেন্টসের সুবিধা গ্রহণ করতে। এ লক্ষ্যে ডিভাইস ক্রয়ের আর্থিক সামর্থ্যহীন সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামী ১৬ আগস্ট রবিবারের মধ্যে আবেদন করতে পারবেন।