জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বাংলা

প্রকাশ | ১৬ আগস্ট ২০২০, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা
অসাম্প্রদায়িকতা
আজ তোমাদের জন্য বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো মানবধর্ম ১৯। 'মানবধর্ম' কবিতাটির চরণ সংখ্যা কত? ক. এগারোটি খ. বারোটি গ. চৌদ্দটি ঘ. পনেরোটি সঠিক উত্তর : গ. চৌদ্দটি ২০। লালন ফকির প্রশ্ন তুলেছেন- ক. জীবের সৃষ্টিরহস্য নিয়ে খ. মানুষের জাত-পরিচয় নিয়ে গ. মানুষের মৃতু্য নিয়ে ঘ. মানুষের জন্ম নিয়ে সঠিক উত্তর : খ. মানুষের জাত-পরিচয় নিয়ে ২১। 'মানবধর্ম' কবিতার মাধ্যমে লালন শাহ মানুষ সম্পর্কে কী প্রকাশ করেছেন? ক. বিদ্বান খ. উপলব্ধি গ. আধ্যাত্মিক ভাব ঘ. দর্শন সঠিক উত্তর : ঘ. দর্শন ২২। লালন শাহ কোনটিকে বাজারে বিকিয়েছেন? ক. বংশমর্যাদা খ. জাতপ্রথা গ. সৃষ্টিধর্ম ঘ. মানবধর্ম সঠিক উত্তর : খ. জাতপ্রথা ২৩। 'মানবধর্ম' কবিতায় যে ছন্দের পরিচয় পাওয়া যায়- ক. ছন্দ খ. অক্ষরবৃত্ত গ. মাত্রাবৃত্ত ঘ. স্বরবৃত্ত সঠিক উত্তর : খ. অক্ষরবৃত্ত ২৪। লালন শাহ গুরুত্বপূর্ণ মনে করেন- ক. মানবধর্মকে খ. জাতিকে গ. ধর্মকে ঘ. সৃষ্টিকে সঠিক উত্তর: ক. মানবধর্মকে ২৫। লালন শাহর প্রচারিত মানবদর্শন গড়ে উঠেছিল- র. জ্ঞানের মাধ্যমে রর. অভিজ্ঞতার মাধ্যমে ররর. উপলব্ধির মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক. ররর খ. রর ও ররর গ. র ও রর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ২৬। 'মূলে এক জল, সে যে ভিন্ন নয়।' এ পঙ্‌ক্তিটির ভাবার্থ হচ্ছে- র. উৎপত্তিস্থলে সব পানির অভিন্ন সত্তা রর. জন্মের সময় সব মানুষ সমান থাকে ররর. জাত গ্রহণ করে কেউ জন্মায় না নিচের কোনটি সঠিক? ক. ররর খ. রর ও ররর গ. র ও রর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : খ. রর ও ররর ২৭। লালনের কাছে কোন ধর্মই মূল কথা? ক. হিন্দুধর্ম খ. মুসলিম ধর্ম গ. মানবধর্ম ঘ. সংসার ধর্ম সঠিক উত্তর : গ. মানবধর্ম ২৮। 'জাত গেল, জাত গেল বলে;একি আজব কারখানা'- উদ্দীপকের মিল আছে কোন কবিতার সঙ্গে? ক. মানবসমাজ খ. দুই বিঘা জমি গ. পাছে লোকে কিছু বলে ঘ. মানবধর্ম সঠিক উত্তর : ঘ. মানবধর্ম ২৯। 'মানবধর্ম' কবিতায় প্রকাশ পেয়েছে- ক. অসহানুভূতিশীলতা খ. অসাম্প্রদায়িকতা গ. ধর্মানুভূতি ঘ. আধ্যাত্মভাব সঠিক উত্তর : খ. অসাম্প্রদায়িকতা