৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা বাংলা

প্রকাশ | ১৬ আগস্ট ২০২০, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর
আজ তোমাদের জন্য বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো ভাষা ও বাংলা ভাষা ১৩. এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কী বলে? ক. আওয়াজ খ. শব্দ গ. ধ্বনি ঘ. ভাষা সঠিক উত্তর : খ. শব্দ। ১৪. বাক্য বলতে কী বোঝায়? ক. কথা খ. শব্দ গ. ভাব ঘ. ইশারা সঠিক উত্তর : ক. কথা। ১৫. ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম? ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ সঠিক উত্তর : গ. তৃতীয়। ১৬. বাক্যের সঙ্গে কাদের সম্পর্ক রয়েছে? ক. বক্তা ও শ্রোতা খ. দর্শক গ. মানুষ ঘ. পাখি সঠিক উত্তর : ক. বক্তা ও শ্রোতা। ১৭. ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কী বলে? ক. ধ্বনি খ. শব্দ গ. বাক্য ঘ. বাগার্থ সঠিক উত্তর : ঘ. বাগার্থ। ১৮. অঙ্গভঙ্গির মাধ্যমে, ছবি এঁকে, নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কী ভাষা বলে? ক. অঙ্গভঙ্গির ভাষা খ. ভাব বিনিময়ের ভাষা গ. চোখের ভাষা ঘ. বর্ণনার ভাষা সঠিক উত্তর : ক. অঙ্গভঙ্গির ভাষা।