ষষ্ঠ শ্রেণির পড়াশোনা বাংলা দ্বিতীয় পত্র

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর
পরি+ইক্ষা
আজ তোমাদের জন্য বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো ধ্বনি, বর্ণ ও সন্ধি ৫৩। 'পরীক্ষা' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. পরি+ইক্ষা খ. পরী+ইক্ষা গ. পরি+ঈক্ষা ঘ. পরী+ঈক্ষা সঠিক উত্তর : ক. পরি+ইক্ষা। ৫৪। খাঁটি বাংলায় কোন সন্ধি নেই? ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি গ. বিসর্গ সন্ধি ঘ. বাংলা সন্ধি সঠিক উত্তর : গ. বিসর্গ সন্ধি। ৫৫। 'নাবিক'-এর সন্ধি বিচ্ছেদ- ক. না+ইক খ. নো+ইক গ. নৈ+ইক ঘ. নৌ-ইক সঠিক উত্তর : গ. নৈ+ইক। ৫৬। 'দুর্যোগ'-এর সন্ধি বিচ্ছেদ কী? ক. দুহঃ+যোগ খ. দুঃ+যোগ গ. দূর+যোগ ঘ. দুহ+যোগ সঠিক উত্তর : ঘ. দুহ+যোগ। ৫৭। 'দিগন্ত'-শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক. দিগ+অন্ত খ. দিক্‌+অন্ত গ. দিক+অন্ত ঘ. দিগ্‌+অন্ত সঠিক উত্তর : খ. দিক্‌+অন্ত। ৫৮। ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়? ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি গ. বিসর্গ সন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি সঠিক উত্তর : খ. ব্যঞ্জনসন্ধি। ৫৯। 'গায়ক'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ক. গা+অক খ. গৈ+অক গ. গায়+ক ঘ. গা+য়ক সঠিক উত্তর : খ. গৈ+অক শব্দ, পদ, শব্দগঠন ১। শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের আলোচনা ব্যাকরণের কোন অংশে হয়? ক. ধ্বনিতত্ত্বে খ. রূপতত্ত্বে গ. বাক্যতত্ত্বে ঘ. বাগর্থতত্ত্বে সঠিক উত্তর : খ. রূপতত্ত্বে ২। প্রত্যয় শব্দের কোথায় বসে? ক. পরে খ. পূর্বে গ. মাঝে ঘ. সঙ্গে সঠিক উত্তর : ক. পরে ৩। শব্দের পরে যে বিভক্তি বসে তাকে কী বলে? ক. নাম বিভক্তি খ. পদ বিভক্তি গ. শব্দ বিভক্তি ঘ. ক্রিয়া বিভক্তি সঠিক উত্তর : গ. শব্দ বিভক্তি। ৪। দুই বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে কী বলে? ক. বিভক্তি খ. উপসর্গ গ. সন্ধি ঘ. সমাস সঠিক উত্তর : ঘ. সমাস। ৫। শব্দ কত প্রকার? ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬ সঠিক উত্তর : গ. ৫। ৬। বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে কী বলে? ক. বিশেষণ খ. সর্বনাম গ. ক্রিয়া ঘ. অব্যয় সঠিক উত্তর : খ. সর্বনাম। ৭। ক্রিয়া প্রধানত কত প্রকার? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ সঠিক উত্তর : ক. ২।