জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলা )

জামিন শব্দটির অথর্ কী?

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা আনন্দপাঠ ও গদ্য থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর মাচের্ন্ট অব ভেনিস উইলিয়াম শেক্সপিয়ার ৫। লরেঞ্জো কে? ক. শাইলকের পুত্র খ. বাসানিওর চাকর গ. পোশির্য়ার ভাই ঘ. অ্যান্টনিওর বন্ধুপুত্র সঠিক উত্তর : ঘ. অ্যান্টনিওর বন্ধুপুত্র ৬। অ্যান্টনিওকে সহজেই রক্ষা করতে পারল তরুণ উকিলটি। কোনটি তার ক্ষেত্রে প্রযোজ্য? ক. বুদ্ধিমত্তা খ. বিচক্ষণতা গ. ছলচাতুরিতা ঘ. শক্তিমত্তা সঠিক উত্তর : খ. বিচক্ষণতা ৭। জামিন শব্দটির অথর্ কী? ক. মুক্ত করা খ. জামিন দেয়া গ. দায়বদ্ধ থাকা ঘ. স্বাধীন করা সঠিক উত্তর : গ. দায়বদ্ধ থাকা ৮। বাসানিওর ঋণের জামিনদার কে? ক. লরেঞ্জ খ. পোশির্য়া গ. নেরিসা ঘ. অ্যান্টনিও সঠিক উত্তর : ঘ. অ্যান্টনিও ৯। সমাজের মহাজন শ্রেণির সঙ্গে ‘মাচের্ন্ট অব ভেনিস’ গল্পের কোন চরিত্রের মিল আছে? ক. শাইলক খ. পোশির্য়া গ. বাসানি ঘ. অ্যান্টনিও সঠিক উত্তর : ক. শাইলক ১০। সিসার পেটিকাটি বাছাই করার মাধ্যমে বাসানিওর কোন গুণটির প্রকাশ ঘটেছে? ক. বিক্ষণতা খ. বুদ্ধিমত্তা গ. নিভুর্লতা ঘ. স্বাথর্পরতা সঠিক উত্তর : ক. বিক্ষণতা তৈলচিত্রের ভ‚ত ১. ‘তৈলচিত্রের ভ‚ত’ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ক. ভারতী খ. বঙ্গদশর্ন গ. মৌচাক ঘ. সাধনা সঠিক উত্তর : গ. মৌচাক ২. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? ক. ১৯০৪ খ. ১৯০৮ গ. ১৯১০ ঘ. ১৯১২ সঠিক উত্তর : খ. ১৯০৮ ৩. নগেন কোথায় পড়ে? ক. স্কুলে খ. কলেজে গ. মেডিকেলে ঘ. বিশ্ববিদ্যালয়ে সঠিক উত্তর : খ. কলেজে ৪. লাইব্রেরিটি নগেনের কার আমলের? ক. দাদা মশায়ের খ. বাবার গ. মামার ঘ. প্রপিতামহের সঠিক উত্তর : ক. দাদা মশায়ের ৫. নগেনের মামা কত বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটি পয়সাও খরচ করেনি? ক. ২৮ বছর খ. ২৯ বছর গ. ৩০ বছর ঘ. ৩২ বছর সঠিক উত্তর : গ. ৩০ বছর