প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

জজর্ হ্যারিসন আয়োজিত কনসাটের্র নামÑ

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর য়
বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-২ ৬। আমাদের স্বাধীনতা দিবস কত তারিখেÑ (ক) ২৬ মাচর্ (খ) ১৬ ডিসেম্বর (গ) ১৭ এপ্রিল (ঘ) ২৫ মাচর্ সঠিক উত্তর : (ক) ২৬ মাচর্ ৭। ১৯৭১ সালে অসহযোগ আন্দোলন আরও বেগবান হয়Ñ (র ) নিয়মিত মিছিল মিটিং (রর) ছাত্র সংগ্রাম পরিষদ গঠন (ররর) বঙ্গবন্ধুর নেতৃত্ব নিচের কোনটি সঠিক ক) র (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) রর ও ররর সঠিক উত্তর : (ঘ) রর ও ররর ৮। জজর্ হ্যারিসন আয়োজিত কনসাটের্র নাম কী ছিল? (ক) মাকির্ন কনসাটর্ (খ) বাংলাদেশ কনসাটর্ (গ) স্বাধীন বাংলা কনসাটর্ (ঘ) স্বাধীনতা কনসাটর্ সঠিক উত্তর : (খ) বাংলাদেশ কনসাটর্ ৯। মুক্তিবাহিনীর প্রধান সেনাপ্রতি কে ছিলেন? (ক) কনের্ল এমএজি ওসমানী (খ) মেজর জিয়াউর রহমান (গ) মেজর খালেদ মোশাররফ (ঘ) গ্রæপ ক্যাপ্টেন এ কে খন্দকার সঠিক উত্তর : (ক) কনের্ল এমএজি ওসমানী ১০। পাকিস্তান সরকারকে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করার জন্য আওয়ামী লীগের সাথে অংশ নিয়েছিল- (র) ছাত্রসমাজ (রর) শিক্ষক শ্রেণি (ররর) পেশাজীবী ও শ্রমজীবী মানুষ নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ১১। ‘ক্র্যাক প্লাটুন’ হলো? (ক) গেরিলা দল (খ) বিশেষ বাহিনী (গ) নৌ কমান্ডো ঘ) বিমান কমান্ডো সঠিক উত্তর : (ক) গেরিলা দল