প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

৭ম শ্রেণির পড়ালেখা (বাংলা দ্বিতীয়পত্র)

বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়?

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টানর্ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা য়
বহুনিবার্চনি প্রশ্নোত্তর বাক্য ১৩। একটি সাথর্ক বাক্যের গুণ কী কী? ক. আকাক্সক্ষা, আসত্তি, যোগ্যতা খ. আসত্তি, আকাক্সক্ষা, রীতিমতো গ. আসত্তি, যোগ্যতা, অথর্বাচকতা ঘ. অথর্বাচকতা, আকাক্সক্ষা, রীতিসিদ্ধতা সঠিক উত্তর: ক. আকাক্সক্ষা, আসত্তি, যোগ্যতা ১৪। জটিল বাক্যের অপর নাম কী? ক. যৌগিক খ. মিশ্র গ. সরল ঘ. বিধেয় সঠিক উত্তর: খ. মিশ্র ১৫। তিনি অথর্শালী, কিন্তু শিক্ষিত ননÑ এটি কোন ধরনের বাক্য? ক. সরল খ. কঠিন গ. যৌগিক ঘ. মিশ্র সঠিক উত্তর: গ. যৌগিক বিরামচিহ্ন ১। বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়? ক. বাক্যের অথর্ স্পষ্টকরণের জন্য খ. বাক্য সংকোচনের জন্য গ. বাক্যের সৌন্দযের্র জন্য ঘ. বাক্য অলঙ্কৃত করার জন্য সঠিক উত্তর: ক. বাক্যের অথর্ স্পষ্টকরণের জন্য ২। কোন বিরামচিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়? ক. কমা খ. সেমিকোলন গ. দঁাড়ি ঘ. উদ্ধরণ চিহ্ন সঠিক উত্তর: গ. দঁাড়ি ৩। বিস্ময়সূচক চিহ্নের বিরতিকাল কত? ক. ১/২ সেকেন্ড খ. ২ সেকেন্ড গ. ১ সেকেন্ড ঘ. দেড় সেকেন্ড সঠিক উত্তর: গ. ১ সেকেন্ড ৪। একাধিক বাক্যের মধ্যে নিকট সম্বন্ধ থাকলে কোন চিহ্ন ব্যবহৃত হয়? ক. কমা খ. কোলন গ. সেমিকোলন ঘ. ড্যাশ সঠিক উত্তর: গ. সেমিকোলন ৫। যৌগিক বাক্যের মাঝে কোন চিহ্ন ব্যবহৃত হয়? ক. কমা খ. কোলন গ. ড্যাশ ঘ. সেমিকোলন সঠিক উত্তর: ক. কমা