প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (প্রাথমিক বিজ্ঞান)

কম্পিউটারের ব্রেইনÑ

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অধ্যায় : ১০ ৯. মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছেÑ উত্তর: আইসিটি ১০. আইসিটি ব্যবহার করে সহজেই তথ্য কী করা যায়? উত্তর: সংরক্ষণ ১১. আমরা সহজেই তথ্য সংগ্রহ করতে পারি কী ব্যবহার করে? উত্তর: ইন্টারনেট ১২. পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটার সংযুক্তকারী কী? উত্তর: ইন্টারনেট ১৩. ইন্টারনেট পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল কী? উত্তর : নেটওয়াকর্ ১৪. নিজস্ব উদ্ভাবন ও সংগৃহীত তথ্য কীসের মাধ্যমে প্রকাশ করতে পারি? উত্তর: কম্পিউটার ১৫. পিপীলিকা কী? উত্তর: বাংলা ঝধৎপয ইঞ্জিন ১৬. ইন্টারনেটে তথ্য অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্যটি কীভাবে সংরক্ষণ করতে পারি? উত্তর: ছবি তুলে ১৭. পেন ড্রাইভ কী সংরক্ষণ প্রযুক্তি? উত্তর: তথ্য ১৮. মোবাইল ব্যবহার করে আমরা মানুষের সাথে কী করতে পারি? উত্তর: কথা বলতে ১৯. কোনটির মাধ্যমে আমরা ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি? উত্তর: খ. ক্যামেরার মাধ্যমে ২০. ফেসবুক বা টুইটার কোন ধরনের যোগাযোগ মাধ্যম? উত্তর: গ. সামাজিক ২১. তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে কী অজর্ন করতে হবে? উত্তর: ঘ. দক্ষতা ২২. কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস? উত্তর: গ. কিবোডর্ ২৩. কোনটি কম্পিউটারের আউটপুট ডিভাইস? উত্তর: গ. মনিটর ২৪. তথ্য সংগ্রহকরণ ও তথ্যের প্রক্রিয়াকরণকে কী বলে? উত্তর: ক. তথ্যপ্রযুক্তি ২৫. তথ্য প্রতিনিয়তই কীরূপ হচ্ছে? উত্তর: ঘ. বাড়ছে ২৬.তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, বিস্তার ও ব্যবহার করা যায় কোনটি ব্যবহার করে? উত্তর: ঘ. আইসিটি ২৭. উপাত্ত যখন বিশেষ প্রয়োজনে ব্যবহৃত হয় তখন তাকে কী বলে? উত্তর: খ. তথ্য ২৮.ঈ.চ.ট কে কম্পিউটারের কী বলা হয়? উত্তর: ক. ব্রেইন ২৯. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশকে কী বলে? উত্তর: খ. প.ঢ়.ঁ