নবম ও দশম শ্রেণির পড়াশোনা

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য ব্যবসায় উদ্যোগ থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া। য়
বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায় -২ ২৭। সফল উদ্যোক্তা কোন গুণের অধিকারী হয়ে থাকেন? (ক) গতিশীল নেতৃত্বের (খ) সাহসী (গ) উদ্ভাবনী শক্তির (ঘ) আত্মবিশ্বাসী সঠিক উত্তর: (ক) গতিশীল নেতৃত্বের ২৮। উদ্যোগ উন্নয়ন কাক্সিক্ষত পযাের্য় পেঁৗছাতে না পারার কারণÑ র. কারিগরি শিক্ষার অভাব রর. বৃত্তিমূলক শিক্ষার অভাব ররর. তাত্তি¡ক শিক্ষাব্যবস্থা প্রচলিত নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর ২৯। আমাদের দেশের অগ্রযাত্রা ব্যাহত হওয়ার কারণ হলোÑ র. মেধার অভাব রর. প্রশিক্ষণের অভাব ররর. অনুক‚ল পরিবেশের অভাব নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (গ) রর ও ররর ৩০। বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূর করার উপায়Ñ র. প্রচার-প্রচারণা রর. কারিগরি শিক্ষা ররর. বিনিয়োগ পরামশর্ প্রদান নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর ৩১। পরিবতির্ত পরিস্থিতিতে খাপ খাইয়ে চলাÑ র. উদ্যোক্তার বিশেষ গুণ রর. উদ্যোক্তার সাধারণ গুণ ররর. উদ্যোক্তার আরেকটি বড় গুণ নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ক) র ৩২। আমাদের দেশে আথর্-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারেÑ র. সম্পদের সঠিক ব্যবহার রর. জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি ররর. দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর ৩৩। বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বঁাধা হলোÑ র. সুষ্ঠু পরিকল্পনার অভাব রর. রাজনৈতিক অস্থিরতা ররর. অ-কারিগরি শিক্ষা নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর ৩৪। ব্যবসায় উদ্যোগের প্রতি যুবকদের আগ্রহ বৃদ্ধি করা যায়Ñ র. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটিয়ে রর. গণমাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে ররর. সহজশতের্ ঋণ প্রদানের মাধ্যমে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর