জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশ্ন : রূপসী বাংলার কবি কে? উত্তর : জীবনানন্দ দাশ প্রশ্ন : জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম কী? উত্তর : ঝরা পালক প্রশ্ন : জীবনানন্দ দাশের জন্মস্থান কোথায়? উত্তর : বরিশাল জেলা প্রশ্ন : তিনের দশকের সবচেয়ে 'তথাকথিত' কোন গণবিছিন্ন কবি এখন বেশি জনপ্রিয়? উত্তর : জীবনানন্দ দাশ প্রশ্ন : জীবনানন্দ দাশের 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটি কিসের পরিচায়ক? উত্তর : স্বদেশপ্রীতি ও নিসর্গময়তা প্রশ্ন : কার কবিতাকে 'চিত্ররূপময়' বলা হয়েছে? উত্তর : জীবনানন্দ দাশ প্রশ্ন : জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ- উত্তর : বেলা অবেলা কালবেলা ও ধূসর পান্ডুলিপি প্রশ্ন : জীবনানন্দ দাশ কোন ধরনের কবি? উত্তর : প্রকৃতির কবি প্রশ্ন : বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি ১৯৪২ খ্রিষ্টাব্দে 'এডগার এলান পো' বিরচিত 'টু হেলেন' কবিতা থেকে নিম্নের কোন কবিতাটি রচনা করেন? উত্তর : বনলতা সেন প্রশ্ন : সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন- উত্তর: প্রমথ চৌধুরী প্রশ্ন : 'ধান শালিকের দেশ' পত্রিকাটি কী হিসেবে পরিচিত? উত্তর: শিশু কিশোর পত্রিকা প্রশ্ন : 'ধূমকেতু' পত্রিকা সম্পাদনা করেছেন- উত্তর: কাজী নজরুল ইসলাম প্রশ্ন : 'সমাচার দর্পণ' প্রকাশিত হয় কত সালে? উত্তর: ১৮১৮ সালে