অষ্টম শ্রেণির পড়াশোনা বাংলা

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা
আজ তোমাদের জন্য বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো প্রার্থী ১২। কবি কোন কারণে জ্বলন্ত অগ্নিপিন্ড হওয়ার প্রার্থনা করেছেন? ক. কৃষকদের দুরবস্থা দেখে খ. রাস্তার উলঙ্গ ছেলের দুর্দশা দেখে গ. বস্ত্রহীন মানুষের কষ্টকে অনুধাবন করে ঘ. মানুষকে ভস্মীভূত হতে দেখে সঠিক উত্তর : গ. বস্ত্রহীন মানুষের কষ্টকে অনুধাবন করে ১৩। 'হিমশীতল' শব্দের গঠনে ব্যাকরণের যে পরিচয় পাওয়া যায় তা হলো- ক. সন্ধি খ. সমাস গ. প্রত্যয় ঘ. উপসর্গ সঠিক উত্তর : খ. সমাস ১৪। সকালের এক টুকরো রোদকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? ক. কৃষকের চঞ্চল চোখ খ. এক টুকরো সোনা গ. এক টুকরো গরম কাপড় ঘ. এক জ্বলন্ত অগ্নিপিন্ড সঠিক উত্তর : খ. এক টুকরো সোনা ১৫। কবি সুকান্তের কবিতায় কেমন মানুষের চিত্র অঙ্কিত হয়েছে? ক. বঞ্চনাকাতর মানুষের খ. হতদরিদ্র মানুষের গ. ভবঘুরে মানুষের ঘ. বিত্তবান মানুষের সঠিক উত্তর : ক. বঞ্চনাকাতর মানুষের ১৬। কার প্রতীক্ষায় আমরা হিমশীতল সুদীর্ঘ রাত কাটাই? ক. সূর্যের খ. শীতবস্ত্রের গ. ভোরের ঘ. আজানের সঠিক উত্তর : ক. সূর্যের ১৭। ষড়ঋতুর দেশ বাংলাদেশে ধান কাটার রোমাঞ্চকর দিনগুলো আসে কোন ঋতুতে? ক. শরতে খ. হেমন্তে গ. শীতে ঘ. বসন্তে সঠিক উত্তর : খ. হেমন্তে ১৮। জ্বলন্ত অগ্নিপিন্ড নিচের কোনটি? ক. সূর্য খ. চন্দ্র গ. গ্রহ ঘ. নক্ষত্র সঠিক উত্তর : ক. সূর্য ১৯। সূর্যের উত্তাপে আমাদের কী পুড়বে? ক. জড়তা খ. দীনতা গ. কুঁড়েঘর ঘ. এক টুকরো কাপড় সঠিক উত্তর : ক. জড়তা ২০। 'অকৃপণ' শব্দের অর্থ কী? ক. আড়ষ্টতা খ. প্রার্থী গ. জড়তার ভাব ঘ. উদার সঠিক উত্তর : ঘ. উদার ২১। 'প্রার্থী' কোন জাতীয় রচনা? ক. কবিতা খ. নাটক গ. প্রবন্ধ ঘ. ছোটগল্প সঠিক উত্তর : ক. কবিতা ২২। আমাদের এই পৃথিবীতে শক্তির মূল উৎস কোনটি? ক. চন্দ্র খ. বাতাস গ. আলো ঘ. সূর্য সঠিক উত্তর : ঘ. সূর্য ২৩। কোনটি তৎসম শব্দ? ক. রাত খ. আজ গ. সূর্য ঘ. কান সঠিক উত্তর : গ. সূর্য \হ ১২। সকালের এক টুকরো রোদ্দুর....সোনার চেয়ে অনেক দামি কেন? ক. সকালের রোদ উষ্ণতা এনে দেয় বলে খ. রোদটা দেখতে সোনার রঙের মতো বলে গ. কবির ইচ্ছা তাই ঘ. রোদ চাঞ্চল্য দেয় বলে সঠিক উত্তর : খ. রোদটা দেখতে সোনার রঙের মতো বলে ১৩। 'জ্বলন্ত অগ্নিপিন্ড' শব্দের সমার্থক শব্দ হতে পারে কোনটি? ক. জ্বলে ছারখার খ. অধিক শোকে পাথর গ. অত্যধিক উষ্ণতা ঘ. গরম লোহা সঠিক উত্তর : গ. অত্যধিক উষ্ণতা ১৪। গোপালগঞ্জের কোটালীপাড়ার সঙ্গে সুকান্ত ভট্টাচার্যের সম্পর্ক হিসেবে কোনটি গ্রহণযোগ্য? ক. জন্মসূত্রে খ. কর্মসূত্রে গ. পৈতৃক নিবাস ঘ. মাতুলালয় সঠিক উত্তর : গ. পৈতৃক নিবাস ১৬। 'ধান কাটার রোমাঞ্চকর দিন'-এর সঙ্গে তুলনা করা যায় যে বিষয়টিকে- ক. দু-মুঠো খাবারের খ. গরম কাপড়ের প্রতীক্ষা গ. শীতকে নিবারণের প্রতীক্ষা ঘ. উলঙ্গ ছেলেকে নিস্তরণের চেষ্টা সঠিক উত্তর : গ. শীতকে নিবারণের প্রতীক্ষা ১৭। 'প্রার্থী' কবিতায় ব্যবহৃত 'রাত' শব্দের প্রকৃত বিপরীত শব্দ হিসেবে নিচের কোনটি সমার্থযোগ্য? ক. বিরাত খ. সূর্য গ. আলো ঘ. দিন সঠিক উত্তর : ঘ. দিন