জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
স্ট্যাচু অফ লিবার্টি
প্রশ্ন : বিশ্বের প্রধান সোনা উৎপাদনকারী দেশ- উত্তর : দক্ষিণ আফ্রিকা। প্রশ্ন : 'স্ট্যাচু অফ লিবার্টি' কোথায় অবস্থিত? উত্তর : নিউইয়র্ক। প্রশ্ন: ইউরোপ থেকে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃৃত হয় কত সালে? উত্তর : ১৪৮৭ সালে। প্রশ্ন : পৃথিবীর কোন দুটো দেশ দুটি মহাদেশে অবস্থিত? উত্তর : তুরস্ক ও রাশিয়া। প্রশ্ন : ইউরোপের রণক্ষেত্র বলা হয় কোন দেশকে? উত্তর : বেলজিয়ামকে প্রশ্ন : ইউরোপের বৃহত্তম সাগর- উত্তর : ভূমধ্যসাগর। প্রশ্ন : 'আজাদ প্রাসাদ' কোথায় অবস্থিত? উত্তর : পর্তুগালের লিসবনে। প্রশ্ন : সুরিনামের পূর্ব নাম কী? উত্তর : ডাচ গায়ানা। প্রশ্ন : বিশ্বে বেশি তেল উৎপাদনকারী দেশ- উত্তর : যুক্তরাষ্ট্র। প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কোথায়? উত্তর : ব্রাজিল।