৮ম শ্রেণির পড়াশোনা (বাংলা)

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
আজ তোমাদের জন্য বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো একুশের গান ১। ছেলেহারা শত মায়ের কী দিয়ে গড়া একুশে ফেব্রম্নয়ারি? ক. রক্ত দিয়ে খ. অশ্রম্ন দিয়ে গ. ক্রোধের আগুন দিয়ে ঘ. প্রবল ঘৃণা দিয়ে সঠিক উত্তর : খ. অশ্রম্ন দিয়ে ২। 'একুশের গান' কবিতায় কোন ফুলের নাম উলেস্নখ করা হয়েছে? ক. শাপলা খ. রজনীগন্ধা গ. হাসনাহেনা ঘ. কনকচাঁপা সঠিক উত্তর : খ. রজনীগন্ধা ৩। 'একুশের গান' কবিতা অবলম্বনে দিন বদলের ক্রান্তি লগনে কারা পার পাবে না? ক. পূর্ব পাকিস্তানিরা খ. পশ্চিমা শোষকরা গ. ব্রিটিশ শোষকরা ঘ. দেশের শোষকরা সঠিক উত্তর : খ. পশ্চিমা শোষকরা ৪. 'একুশের গান' কবিতায় কবি জেগে উঠতে বলেছেন র. নাগিনীদের রর. সোনার ছেলেদের ররর. কালবোশেখিদের নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : খ. র ও ররর ৫। 'একুশের গান' প্রথম প্রকাশিত হয় ক. নীল যমুনা গ্রন্থে খ. একুশে ফেব্রম্নয়ারি সংকলনে গ. সুন্দর হে সুন্দর গ্রন্থে ঘ. কৃষ্ণপক্ষ গ্রন্থে সঠিক উত্তর : খ. একুশে ফেব্রম্নয়ারি সংকলনে ৬। 'বসুন্ধরা' শব্দের সবচেয়ে বেশি পরিচিত অর্থ হচ্ছে- ক. বসুমতী খ. পৃথিবী গ. বসুধা ঘ. মেদিনী সঠিক উত্তর : খ. পৃথিবী ৭। 'গগন' শব্দের সবচেয়ে বেশি পরিচিত সমার্থক শব্দটি হচ্ছে ক. অন্তরীক্ষ খ. আকাশ গ. নভ ঘ. শূন্য সঠিক উত্তর : খ. আকাশ ৮। 'একুশের গান' কবিতাটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবে? ক. বাঙালির সংগ্রামী চেতনা খ. মুক্তিযুদ্ধের চেতনা গ. বাঙালির মনোবৃত্তি ঘ. বাঙালির উদ্দেশ্য সঠিক উত্তর : ক. বাঙালির সংগ্রামী চেতনা ৯। 'ছেলেহারা শত মায়ের অশ্রম্ন গড়ায়ে' চরণে অশ্রম্ন বিসর্জন মূলত কিসের জন্য? ক. শহীদদের স্মরণে খ. পাকিস্তানি বাহিনীর শোষণে গ. রাষ্ট্রভাষার দাবিতে ঘ. দেশপ্রেমের জন্য সঠিক উত্তর : ক. শহিদদের স্মরণে ১০। 'একুশের গান' কবিতার মাধ্যমে কবি যে চেতনাটি আমাদের মধ্যে প্রবাহিত করতে চেয়েছেন? ক. পাকিস্তানিদের শোষণ খ. ভাষার দাবি গ. ভাষাশহিদদের স্মরণ ঘ. আত্মত্যাগ সঠিক উত্তর : ঘ. আত্মত্যাগ ১১। 'দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি?' পার পাবে না, কারণ র. শত্রম্নরা শক্তিহীন হয়ে পড়েছে রর. শত্রম্নদের শাস্তি দেয়ার সময় এসেছে ররর. তরুণ শক্তি জেগে উঠেছে \হকোনটি সঠিক? ক. ররর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : খ. রর ও ররর