বাংলা

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
একুশের গান ১২। 'তুমি আজ জাগো একুশে ফেব্রম্নয়ারি' বলতে বোঝানো হয়েছে- র. একুশের চেতনাকে জাগ্রত করা রর. অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ররর. দেশের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেওয়া নিচের কোনটি সঠিক? ক. ররর খ. রর ও ররর গ. র ও রর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : গ. র ও রর ১৩। 'আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে' এখানে কোন শহিদের কথা বলা হয়েছে? ক. একাত্তরের মুক্তিযুদ্ধের খ. বায়ান্নর ভাষা আন্দোলনের গ. ঊনসত্তরের গণঅভু্যত্থানের ঘ. নব্বইয়ের গণআন্দোলনের সঠিক উত্তর : খ. বায়ান্নর ভাষা আন্দোলনের ১৪। বাংলাদেশকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? ক. সোনা খ. রুপা গ. তামা ঘ. হীরা সঠিক উত্তর : ক. সোনা ১৫। একুশে ফেব্রম্নয়ারির ভাষা আন্দোলনে শত শত মা কী হারিয়েছেন? ক. জমিজমা খ. সন্তান গ. স্বামী ঘ. জীবন সঠিক উত্তর : খ. সন্তান ১৬। শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা। এই শিশু কারা? ক. নবজাতকরা খ. ভাষাশহিদরা গ. পাকিস্তানিরা ঘ. শাসকরা সঠিক উত্তর : খ. ভাষাশহিদরা ১৭। আঁধারের পশুদের কোন জিনিসটি কবির চেনা? ক. মুখ খ. স্বভাব গ. গতিবিধি ঘ. কর্মকান্ড। সঠিক উত্তর : ক. মুখ ১৮। 'একুশের গান' প্রথম ছাপা হয় কত সালে? ক. ১৯৫১ খ. ১৯৫২ গ. ১৯৫৩ ঘ. ১৯৫৪ সঠিক উত্তর : গ. ১৯৫৩ ১৯। কবি আবদুল গাফ্‌ফার চৌধুরী কার ডাকে মানুষের সুপ্ত শক্তিকে জাগাতে বলছেন? ক. জালিমের ডাকে খ. শোষকের ডাকে গ. শহিদের আত্মার ডাকে ঘ. দেশের ডাকে সঠিক উত্তর : গ. শহিদের আত্মার ডাকে ২০। কবি আবদুল গাফ্‌ফার চৌধুরী দারুণ ক্রোধের আগুনে আবার কী জ্বালাতে চান? ক. মার্চ খ. ফেব্রম্নয়ারি গ. এপ্রিল ঘ. ডিসেম্বর সঠিক উত্তর : খ. ফেব্রম্নয়ারি ২১। এ দেশের প্রাণের দাবিকে রুখতে কারা গুলি ছোড়ে? ক. বার্মিজরা খ. ভারতীয়রা গ. ইংরেজরা ঘ. পাকিস্তানিরা সঠিক উত্তর : ঘ. পাকিস্তানিরা ২২। 'একুশের গান' কবিতাটির কবি কে? ক. আল মাহমুদ খ. আবদুল গাফ্‌ফার চৌধুরী গ. আহসান হাবীব ঘ. আলতাফ মাহমুদ সঠিক উত্তর : খ. আবদুল গাফ্‌ফার চৌধুরী ২৩. 'একুশের গান' কবিতার শেষ স্তবকে কবি জেগে উঠতে বলেছেন- র. একুশে ফেব্রম্নয়ারিকে রর. সুপ্ত শক্তিকে ররর. ক্রোধের আগুনকে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক র ও রর ২৪. 'একুশের গান' কবিতায় যে চরণটি তিনবার ব্যবহৃত হয়েছে- র. আমি কি ভুলিতে পারি রর. একুশে ফেব্রম্নয়ারি ররর. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রম্নয়ারি নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও রর ২৫. 'একুশের গান' কবিতায় কবি কাদের জাগরণ প্রত্যাশা করেছেন? র. সুপ্ত শক্তির রর. নাগিনী ও কালবোশেখির ররর. একুশে ফেব্রম্নয়ারির নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ২৬. 'একুশের গান' কবিতার প্রথম স্তবকে ফুটে উঠেছে- র. একুশে ফেব্রম্নয়ারির ত্যাগ, মহিমা ও কবির শ্রদ্ধা রর. ভাষা আন্দোলনের ধ্বংসলীলা ররর. বাংলার ভাষা ও সংস্কৃতি নিচের কোনটি সঠিক? ক. র ও ররর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও ররর