জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন :'ধূমকেতু' কার সম্পাদনায় প্রকাশ হয়? উত্তর : কাজী নজরুল ইসলাম। প্রশ্ন : ঢাকা থেকে টেলিভিশন সম্প্রচার চালু হয় কত সালে? উত্তর : ১৯৬৪ সালে। প্রশ্ন : বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কী? উত্তর : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। প্রশ্ন : উপমহাদেশের প্রথম সংবাদপত্রের নাম কী? উত্তর : বেঙ্গল গেজেট। প্রশ্ন : 'বেঙ্গল গেজেট' কবে প্রকাশ হয়? উত্তর : ১৭৮০ সালের ২৯ জানুয়ারি। প্রশ্ন : বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর : জেমস অগাস্টাস হিকি।