বাংলা

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
বসুন্ধরা
একুশের গান নিচের উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮ নাম্বার প্রশ্নের উত্তর দাও। সৌন্দর্য, সম্পদ, সংস্কৃতি ও উন্নত জীবনবোধের ইতিহাসের পাশাপাশি আমাদের আছে শোষণ-বঞ্চনার ইতিহাস। আরও আছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ। এই বিস্তৃত ইতিহাসের যে মহাকাব্যিক পথচলা, তার পথিক বাংলার মানুষ। মানুষের প্রেরণায়, শক্তিতে, কর্মে এ চলা হয়েছে সার্থক। ২৭. 'একুশের গান' কবিতায় বাংলার ইতিহাসের পথচলাকে সার্থক রূপ দিয়েছে কে? ক. বাংলার মা-বোন খ ভাষা শহিদ গ. মানুষের সুপ্ত শক্তি ঘ. ক্রোধের আগুন সঠিক উত্তর : খ ভাষা শহিদ ২৮. উদ্দীপকে বর্ণিত আমাদের শোষণ-বঞ্চনার ইতিহাসের বিষয়টি 'একুশের গান' কবিতার কোন চরণে ফুটে উঠেছে? র. ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে রর. ওরা গুলি ছোড়ে এ দেশের প্রাণে দেশের দাবিকে রুখে ররর. এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো খ্যাপা বুনো নিচের কোনটি সঠিক? ক. র ও ররর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও ররর ২৯. 'একুশের গান' প্রথম প্রকাশিত হয়- ক. নীল যমুনা গ্রন্থে খ. একুশে ফেব্রম্নয়ারি সংকলনে গ. সুন্দর হে সুন্দর গ্রন্থে ঘ. কৃষ্ণপক্ষ গ্রন্থে সঠিক উত্তর : খ. একুশে ফেব্রম্নয়ারি সংকলনে ৩০. 'বসুন্ধরা' শব্দের সবচেয়ে বেশি পরিচিত অর্থ হচ্ছে- ক. বসুমতী খ. পৃথিবী গ. বসুধা ঘ. মেদিনী সঠিক উত্তর : খ. পৃথিবী ৩১. ১৯৫২ খিষ্টাব্দে সংঘটিত হয়- ক. ছাত্র আন্দোলন খ. শিক্ষা আন্দোলন গ. ভাষা আন্দোলন ঘ. স্বাধীনতা আন্দোলন সঠিক উত্তর : গ. ভাষা আন্দোলন ৩২. 'গগন' শব্দের সবচেয়ে বেশি পরিচিত সমার্থক শব্দটি হচ্ছে- ক. অন্তরিক্ষ খ. আকাশ গ. নভ ঘ. শূন্য সঠিক উত্তর : খ. আকাশ ৩৩. শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা। -এই শিশু কারা? ক. নবজাতকরা খ. ভাষা শহিদরা গ. পাকিস্তানিরা ঘ. শাসকরা সঠিক উত্তর : খ. ভাষা শহিদরা ৩৪. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রম্নয়ারি আমি কি ভুলিতে পারি-এ চরণে কী বোঝানো হয়েছে? ক. ভাষা দিবস খ. আত্মত্যাগ গ. শহিদদের স্মরণ ঘ. ভালোবাসা সঠিক উত্তর : গ. শহিদদের স্মরণ ৩৫. 'একুশের গান' রচনার গঠনগত দিকের সমর্থন মেলে কোনটিতে? ক. গল্প খ. প্রবন্ধ গ. নাটিকা ঘ. কবিতা সঠিক উত্তর : ঘ. কবিতা ৩৬. 'একুশের গান' কবিতাটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবে- ক. বাঙালির সংগ্রামী চেতনা খ. মুক্তিযুদ্ধের চেতনা গ. বাঙালির মনোবৃত্তি ঘ. বাঙালির উদ্দেশ্য সঠিক উত্তর : ক. বাঙালির সংগ্রামী চেতনা ৩৭. ওরা এ দেশের প্রাণের দাবিকে কীভাবে রোখে? ক. গুলি ছুড়ে খ. বেয়োনেট খুঁচিয়ে গ. ছুরি চালিয়ে ঘ. আগুন জ্বালিয়ে সঠিক উত্তর : ক. গুলি ছুড়ে ৩৮. দেশের দাবি কী ছিল? ক. দেশকে স্বাধীন করতে হবে খ. মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে গ. দেশ বিভাগ করতে হবে ঘ. বাংলাকে রাষ্ট্রভাষা করা হবে না সঠিক উত্তর : খ. মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে ৩৯. 'ওদের ঘৃণ্য পদাঘাত' এই পদাঘাত- ক. বুকে খ. জনতার বুকে গ. দেশের বুকে ঘ. বাংলার বুকে সঠিক উত্তর : ঘ. বাংলার বুকে