প্রাথমিক বিজ্ঞান

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

রোমানা হাবীব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম য়
শীতকাল
প্রশ্ন: আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও এরা এক নয়- এ প্রসঙ্গে তোমার মতামত ৫টি বাক্যে লেখ। উত্তর: কোনো জায়গার আবহাওয়া অল্প সময়ের মধ্যেই পরিবর্তন হওয়া সম্ভব কিন্তু জলবায়ু অল্প সময়ে পরিবর্তন হয় না। যেমন আমাদের দেশে মাঝে মাঝে দেখা যায় সকালে শীত লাগে কিন্তু দুপুরে গরম লাগে। অর্থাৎ অল্প সময়ের মধ্যে আবহাওয়ার পরিবর্তন আমরা দেখতে পাই। কিন্তু ২০ থেকে ৩০ বছরে ধরে বাংলাদেশের গড় আবহাওয়া অর্থাৎ জলবায়ু মোটামুটি একই রকম আছে। দীর্ঘ সময়েও এর খুব একটা পরিবর্তন হয়নি। অতএব, আমি মনে করি, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও সময়ের পার্থক্যের কারণে এরা এক নয়। প্রশ্ন: বায়ুপ্রবাহের কারণে বাংলাদেশের আবহাওয়ার তারতম্য ঘটে- ৫টি বাক্যে লেখ। উত্তর: বায়ুপ্রবাহ একেক সময় একেক দিক দিয়ে প্রবাহিত হয় বলে আবহাওয়ারও পার্থক্য দেখা যায়। যেমন- শীতকালে বাংলাদেশের উত্তর দিক থেকে বায়ু দক্ষিণ দিকে প্রবাহিত হয়। এ বায়ু স্থলভাগ থেকে আসে বলে এতে জলীয় বাষ্প কম থাকে তাই বৃষ্টি কম হয়। আবার গ্রীষ্ম ও বর্ষাকালে বায়ু বঙ্গোপসাগর এলাকা থেকে বাংলাদেশের দিকে প্রবাহিত হয়। দক্ষিণ দিকের এ বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে এবং এ জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বৃষ্টি হয়। এজন্য গ্রীষ্ম ও বর্ষাকালে বায়ু আর্দ্র থাকে এবং প্রচুর বৃষ্টি হয়। প্রশ্ন: আমাদের জীবনে আবহাওয়ার প্রভাব সম্পর্কে ৫টি বাক্যে লেখ। উত্তর: আবহাওয়া আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। যেমন- ১. শীত পড়লে গরম কাপড় পরি। ২. বৃষ্টি হলে ছাতা নিয়ে বাইরে যাই। ৩. গরম পড়লে হাতপাখা ও বৈদু্যতিক পাখা দিয়ে শরীর ঠান্ডা করি। ৪. বৃষ্টি হয় বলে আমরা নানা ফসল ফলাতে পারি। ৫. বিরূপ আবহাওয়া আমাদের জীবনে নানা সমস্যা নিয়ে আসে। যেমন- বৃষ্টি বেশি হলে সব জায়গায় পানি জমে বন্যার সৃষ্টি হবে, যা আমাদের কষ্টের সৃষ্টি করে। প্রশ্ন: ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতি সম্পর্কে ৫টি বাক্যে লেখ। উত্তর: সাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করার পর বাড়িঘর, গাছপালা ইত্যাদিতে বাধা পেয়ে দুর্বল হয়ে যেতে থাকে। তবে দুর্বল হওয়ার আগ পর্যন্ত ঘূর্ণিঝড়ের আঘাতে বাড়িঘর, মাছের খামার, ক্ষেতের ফসল ও গাছপালা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়; মানুষ ও গবাদিপশু মারা যায়। এ ছাড়া ঘূর্ণিঝড়ের সঙ্গে আসা জলীয়বাষ্পের প্রভাবে সমুদ্র থেকে ঢেউ আকারে লবণাক্ত পানি উপকূলীয় অঞ্চলে প্রবেশ করে। অনেক সময় জলোচ্ছ্বাস উপকূলীয় অঞ্চলের সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। প্রশ্ন: বিরূপ আবহাওয়া কী? তুমি কখনো বিরূপ আবহাওয়ার ক্ষতিকর প্রভাব দেখেছ? দেখলে তা ৪টি বাক্যে বর্ণনা কর। উত্তর: কখনো কখনো কোনো এলাকায় বায়ুর চাপ ভীষণভাবে কমে গেলে উচ্চচাপের এলাকা থেকে বায়ু নিম্নচাপের এলাকার দিকে ধাবিত হয়। ওই নিম্নচাপ এলাকায় চাপ খুম কমে গেলে যে অস্বাভাবিক আবহাওয়া দেখা যায় তাই বিরূপ আবহাওয়া। আমার বাড়ি উপকূলীয় অঞ্চলে, আমাদের এলাকায় প্রায়ই আবহাওয়া বিরূপ হওয়ার কারণে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। আমার দেখা এর ক্ষতিকর প্রভাবগুলো নিচে দেয়া হলো- বাড়িঘর, গাছপালা ও রাস্তাঘাট ভেঙে গিয়েছিল। বন্যার কারণে মাছের খামার ও ক্ষেতের ফসল ভেসে গিয়েছিল। মানুষ ও গবাদিপশু মারা গিয়েছিল। বৈদু্যতিক খুঁটি ভেঙে গিয়ে গোটা এলাকা বিদু্যৎ বিচ্ছিন্ন হয়েছিল।