মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
বাংলা

অষ্টম শ্রেণির পড়াশোনা

বাংলা
  ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
নবান্ন

একুশের গান

৪০। 'তুমি আজ জাগো', কবি এখানে আবার জেগে উঠতে বলেছেন-

ক. জনগণকে

খ. ভাষা শহিদদের

গ. পাকবাহিনীকে

ঘ. একুশে ফেব্রম্নয়ারিকে

সঠিক উত্তর : ক. জনগণকে

৪১। ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে, বাক্যটিতে প্রকাশ পেয়েছে-

ক. পাকিস্তানিদের নির্মমতা

খ. মানুষের অক্ষমতা

গ. বাঙালির নির্মমতা

ঘ. শহিদদের প্রতি রুক্ষতা

সঠিক উত্তর : ঘ. শহিদদের প্রতি রুক্ষতা

৪২। 'একুশের গান' কবিতার মাধ্যমে কবি যে চেতনাটি আমাদের মধ্যে প্রবাহিত করতে চেয়েছেন-

ক. পাকিস্তানিদের শোষণ

\হখ. ভাষার দাবি

গ. ভাষা শহিদদের স্মরণ

ঘ. আত্মত্যাগ

সঠিক উত্তর : ঘ. আত্মত্যাগ

৪৩। নিচের কোন শব্দের গঠনে উপসর্গের পরিচয় পাওয়া যায়?

ক. ফেব্রম্নয়ারি খ. ইতিহাস

গ. গগন ঘ. পদাঘাত

সঠিক উত্তর : খ. ইতিহাস

৪৪। অঁাঁধারের পশুদের কোন জিনিসটি কবির চেনা?

ক. মুখ খ. স্বভাব

গ. গতিবিধি ঘ. কর্মকান্ড

সঠিক উত্তর : ক. মুখ

৪৫। তুমি আজ জাগো একুশে ফেব্রম্নয়ারি, বলতে বোঝানো হয়েছে-

র. একুশের চেতনাকে জাগ্রত করা

রর. অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা

ররর. অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেয়া

কোনটি সঠিক?

ক. ররর খ. রর ও ররর

গ. র ও রর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : গ. র ও রর

৪৬। 'আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে'-এখানে কোন শহিদের কথা বলা হয়েছে?

ক. একাত্তরের মুক্তিযুদ্ধের

খ. বায়ান্নর ভাষা আন্দোলনের

গ. ঊনসত্তরের গণঅভু্যত্থানের

সঠিক উত্তর : খ. বায়ান্নর ভাষা আন্দোলনের

আবার আসিব ফিরে

১। 'বনলতা সেন' কোন ধরনের রচনা?

ক. নাটক খ. প্রবন্ধ

গ. উপন্যাস ঘ. কাব্যগ্রন্থ

সঠিক উত্তর : ঘ. কাব্যগ্রন্থ

২। রূপসা কিসের নাম?

ক. নদীর খ. শহরের

গ. গ্রামের ঘ. হাঁসের

সঠিক উত্তর : ক. নদীর

৩। 'আবার আসিব ফিরে' কবিতায় কে খইয়ের ধান ছড়াচ্ছে?

ক. কিশোর খ. কিশোরী

গ. শিশু ঘ. বধূ

সঠিক উত্তর : গ. শিশু

৪। দিনের শেষে কিসের দল মেঘের কোল ঘেঁষে নীড়ে ফিরে আসে?

ক. শঙ্খচিলের খ. কাকের

গ. লক্ষ্ণীপেঁচার ঘ. বকের

সঠিক উত্তর : ঘ. বকের

৫। 'নবান্ন' শব্দের অর্থ কী?

ক. নতুন দিন খ. নতুন ভাত

গ. উৎসব ঘ. নতুন মাস

সঠিক উত্তর : খ. নতুন ভাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<113542 and publish = 1 order by id desc limit 3' at line 1