জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বেগম সুফিয়া কামাল
প্রশ্ন : 'বেগম' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর : বেগম সুফিয়া কামাল। প্রশ্ন : উপমহাদেশের প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী? উত্তর : সমাচার দর্পণ। প্রশ্ন : 'সমাচার দর্পণ' কত সালে প্রকাশ হয়? উত্তর : ১৮১৮ সালে। প্রশ্ন : 'সমাচার দর্পণ' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর : উইলিয়াম কেরি। প্রশ্ন : 'ধূমকেতু' পত্রিকা কবে প্রকাশ হয়? উত্তর : ১৯২২ সালে। প্রশ্ন : 'সংবাদ প্রভাকর' পত্রিকা কবে প্রকাশ হয়? উত্তর : ১৮৩১ সালের ২৮ জানুয়ারি। প্রশ্ন : 'সংবাদ প্রভাকর' কার সম্পাদনায় প্রকাশ হয়? উত্তর : কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত।