জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : ‘সিপাহি বিদ্রোহ’ হয় কত সালে? উত্তর : ১৮৫৭ সালে। প্রশ্ন : ১৯০৫ সালে বঙ্গভঙ্গের ফলে কোন দুটি প্রদেশের সৃষ্টি হয়? উত্তর : পূবর্বঙ্গ ও আসাম। প্রশ্ন : ‘নিখিল ভারত মুসলিম লীগ’ কত সালে গঠিত হয়? উত্তর : ১৯০৬ সালে। প্রশ্ন : কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয়? উত্তর : ১৬০০ সালে। প্রশ্ন : ইংরেজরা সুরাটে কুঠি নিমাের্ণর জন্য কার অনুমতি নেয়? উত্তর : সম্রাট জাহাঙ্গীরের। প্রশ্ন : নবাব আলীবদীর্ খান মৃত্যুবরণ করেন কখন? উত্তর : ১৭৫৬ সালে। প্রশ্ন : সিরাজউদ্দৌলা কলকাতা নগরী দখল করেন কখন? উত্তর : ২০ জুন, ১৭৫৬ সালে। প্রশ্ন : নবাব ও ইংরেজদের মধ্যে কখন সন্ধি হয়? উত্তর : ৯ ফেব্রæয়ারি ১৭৫৭ সালে। প্রশ্ন : বাংলাদেশে কবে তেল অনুসন্ধান কাজ শুরু হয়? উত্তর : ১৯৫৯ সালে প্রশ্ন : ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তভুর্ক্ত ছিল? উত্তর : বঙ্গ