নবম ও দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া।
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য ব্যবসায় উদ্যোগ থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায় -২ ৩৫। সরকারের পাশাপাশি উদ্যোক্তাদের মাধ্যমে দেশেÑ র. শিল্পকারখানা তৈরি হয় রর. কমর্সংস্থান সৃষ্টি হয় ররর. জাতীয় আয় বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর উদ্দীপকটি পড়ো এবং ৩৬নং প্রশ্নের উত্তর দাও। হাফিজ সাহেব তার পরিবারের সবাইকে বাড়ির আশপাশে বৃক্ষ রোপণের পরামশর্ দেন এবং বলেন গাছ লাগাও পরিবেশ বঁাচাও। ৩৬। হাফিজ সাহেবের কাজটিকে কী বলা হয়? (ক) উদ্যোগ (খ) ব্যবসায় উদ্যোগ (গ) ঝুঁকি গ্রহণ (ঘ) উদ্যোক্ত উন্নয়ন সঠিক উত্তর: (ক) উদ্যোগ উদ্দীপকটি পড়ো এবং ৩৭নং প্রশ্নের উত্তর দাও। জনাব জামাল উদ্দিন একজন সফল উদ্যোক্তা। তিনি তার নিজ এলাকার কঁাচামাল ব্যবহার করে তৈরিকৃত কাগজ শিল্পের মাধ্যমে দেশের আথর্-সামাজিক উন্নয়নে অবদান রেখেছেন। তার কমর্কাÐ জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধিতে সহায়তা করে। ৩৭। জনাব জামাল উদ্দিনের কমর্কাÐে কীভাবে জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি পায়? (ক) প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে (খ) দেশের শিল্প ও ব্যবসায় সম্প্রসারণ করে (গ) অধিক হারে মূলধন বিনিয়োগ করে (ঘ) ভ‚মির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে সঠিক উত্তর: (ক) প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে উদ্দীপকটি পড় এবং ৩৮ ও ৩৯নং প্রশ্নের উত্তর দাও। ইকবালের পিতা অকাল মৃত্যু হওয়ায় তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। কাজের খেঁাজে এসে সে একটি ছাপাখানায় যোগ দেয়। পরবতীের্ত একজন আথির্ক অংশীদার যোগাড় করে নিজেই এ ব্যবসায় নেমে পড়ে। ৩৮। আথির্ক অংশীদার গ্রহণের দ্বারা তার মাঝে উদ্যোক্তার কোন গুণ পরিলক্ষিত হয়? (ক) পুঁজি সংগ্রহের ক্ষমতা (খ) নেতৃত্ব দানের যোগ্যতা (গ) ঝুঁকি গ্রহণের ক্ষমতা (ঘ) কঠোর পরিশ্রমী সঠিক উত্তর: (ক) পুঁজি সংগ্রহের ক্ষমতা ৩৯। ইকবালের ব্যবসায়ে সাফল্য অজের্ন তার কোন বৈশিষ্ট্যটি সহায়তা করতে পারে? (ক) সৃজনশীলতা (খ) পেশাগত অভিজ্ঞতা (গ) মূলধন যোগান ও ব্যবহার ক্ষমতা (ঘ) বয়স শিক্ষা ও ব্যক্তিত্ব সঠিক উত্তর: (খ) পেশাগত অভিজ্ঞতা অধ্যায়- ৩ ১। আত্মকমর্সংস্থানে উৎসাহ সৃষ্টিতে করণীয় কী? (ক) বড় কাজের মূল্যায়ন করে (খ) শিক্ষাথীের্দর ঝরেপড়া রোধ করে (গ) সবাইকে ব্যাংক ঋণের সুযোগ দিয়ে (ঘ) সফল উদ্যোক্তাদের এলাকায় আমন্ত্রণ জানিয়ে সঠিক উত্তর : (ঘ) সফল উদ্যোক্তাদের এলাকায় আমন্ত্রণ জানিয়ে ২। হাফিজ টিভি মেরামতকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরিতে বেতন কম হওয়ায় তিনি নিজেই টিভি মেরামতের দোকান স্থাপন করেন। হাফিজের বতর্মান পেশাটি কোন ধরনের? (ক) চাকরি (খ) আত্মকমর্সংস্থান (গ) ব্যবসায় (ঘ) শিল্প সঠিক উত্তর: (খ) আত্মকমর্সংস্থান