বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি সাধারণজ্ঞান

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী
প্রিয় শিক্ষাথীর্, শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি। ১০৮। বাংলাদেশের শীতল পানির ঝরনা কোন জেলায় অবস্থিত? ক. মৌলভীবাজার খ. কক্সবাজার গ. চট্টগ্রাম ঘ. সিলেট সঠিক উত্তর : খ. কক্সবাজার ১০৯। নিচের কোনটি ফল নয়? ক.জাম খ.কলা গ. আম ঘ. গাজর সঠিক উত্তর : ঘ. গাজর ১১০। বাংলাদেশের সবর্ দক্ষিণের দ্বীপ কোনটি? ক. ছেঁড়া দ্বীপ খ. সেন্ট মাটির্ন দ্বীপ গ. মনপুরা ঘ. শাহবাজপুর দ্বীপ সঠিক উত্তর : খ. সেন্ট মাটির্ন দ্বীপ ১১১। দক্ষিণ তালপট্টি দ্বীপ নিম্নের কোন জেলায় অবস্থিত? ক. সাতক্ষীরা খ. ভোলা গ. নোয়াখালী ঘ. চট্টগ্রাম সঠিক উত্তর : ক. সাতক্ষীরা ১১২। বাংলাদেশের কোন জেলায় ‘চর কুকড়ি মুকড়ি’ অবস্থিত? ক. নোয়াখালী খ. পটুয়াখালী গ. ভোলা ঘ. ফেনী সঠিক উত্তর : গ. ভোলা ১১৩। কংস নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত? ক. টাঙ্গাইল খ. ময়মনসিংহ গ. শেরপুর ঘ. জামালপুর সঠিক উত্তর : গ. শেরপুর ১১৪। প্রথম বারের মতো বাংলাদেশের বায়ুবিদ্যুৎ প্রকল্প স্থাপিত হয়? ক. চট্টগ্রাম খ. ফেনীতে গ. নোয়াখালীতে ঘ. ল²ীপুরে সঠিক উত্তর : খ. ফেনীতে ১১৫। ১৯৭২ সালের কোন মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেনÑ ক. জানুয়ারি খ.ফেব্রæয়ারি গ. মাচর্ ঘ. এপ্রিল সঠিক উত্তর : ক. জানুয়ারি ১১৬। ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছেল ১৯৭১ সালের ডিসেম্বর মাসেরÑ ক. ০৫ তারিখে খ. ০৬ তারিখে গ. ০৭ তারিখে ঘ. ০৮ তারিখে সঠিক উত্তর : খ. ০৬ তারিখে ১১৭। নিম্নের কোন ব্যক্তি ভাস্কযর্ শিল্পী নহেন? ক. মৃণাল হক খ. নিমের্লন্দু গুণ গ. নিতুন কুÐু ঘ. হামিদুজ্জামান সঠিক উত্তর : খ. নিমের্লন্দু গুণ ১১৮। বাংলাদেশের প্রতœতত্ত¡ জাদুঘর কোথায় অবস্থিত? ক. ঢাকা খ মহাস্থানগড় গ. সোনারগঁা ঘ. ময়নামতি সঠিক উত্তর : খ মহাস্থানগড়