প্রাথমিক বিজ্ঞান

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

রোমানা হাবীব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম য়
প্রশ্ন: উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের ঘূর্ণিঝড় মোকাবিলায় করণীয় পদক্ষেপ কী হতে পারে বলে তুমি মনে কর? ৫টি বাক্যে লেখ। উত্তর: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূল অঞ্চলে আঘাত হানে। তাই উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের ঘূর্ণিঝড় মোকাবিলায় করণীয় পদক্ষেপগুলো নিচে দেয়া হলো- ১.ঘূর্ণিঝড়ের পূর্বাভাস প্রক্রিয়া জোরদার করতে হবে। ২. জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ঠেকানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৩. ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য উঁচু করে মজবুত আশ্রয় কেন্দ্র তৈরি করতে হবে। ৪. নিচু এলাকায় বসবাসরত মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। ৫. জলোচ্ছ্বাস ঠেকানোর জন্য উপকূলীয় এলাকায় বাঁধ তৈরি করতে হবে। প্রশ্ন: নিম্নচাপ কীভাবে সৃষ্টি হয়? উত্তর: সাধারণত কোনো জায়গার বায়ু বেশি ঘন হলে বায়ুচাপ বেশি হয় এবং বায়ু হালকা হলে বায়ুচাপ কম হয়। বায়ুচাপ কম-বেশি হলে বায়ুপ্রবাহের সৃষ্টি হয়। বায়ুপ্রবাহ আবার বেশি চাপের জায়গা থেকে কম চাপের জায়গায় প্রবাহিত হয়। কোনো জায়গার তাপমাত্রা যখন খুব বেশি হয় তখন সেখানকার বায়ু তাপে প্রসারিত হয়। প্রসারিত হওয়ার ফলে বায়ুর ঘনত্ব কমে যায় এবং বায়ু হালকা হয়ে ওপরে উঠে যায়। এর ফলে ওই জায়গার বায়ুচাপ কমে যায় ও নিম্নচাপের সৃষ্টি হয়। প্রশ্ন: কোনো দিন ভ্যাপসা গরম পড়লে বা গরমে ঘাম হলে দেখা যায় সেদিন বৃষ্টি হয়। কেন হয় তা ব্যাখ্যা কর। উত্তর: বাতাসে জলীয়বাষ্প বেশি হলে ভ্যাপসা গরম এবং প্রচুর ঘাম হয়। আবার বাতাসে জলীয়বাষ্প বেশি হলে বৃষ্টির সম্ভাবনা বাড়ে। কারণ জলীয়বাষ্প মেঘ হয়ে আকাশে ঘুরে বেড়ায়। এর পরিমাণ বেশি হলে ক্ষুদ্র পানিকণাগুলো একত্রিত হয়ে বড় হয় এবং বৃষ্টি আকারে নেমে আসে। তাই যেদিন খুব ভ্যাপসা গরম পড়ে এবং প্রচুর ঘাম হয়, সেদিনই বৃষ্টি হয়। প্রশ্ন: বাংলাদেশে শীতকালে বৃষ্টি কম হয় কেন? উত্তর: বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত। শীতকালে উত্তর গোলার্ধে সূর্য তির্যকভাবে কিরণ দেয় বলে এ অঞ্চলে তাপমাত্রা কম থাকে। তাপমাত্রা কম থাকায় এখানে বায়ুচাপও বেশি থাকে। পক্ষান্তরে শীতকালে সূর্য বাংলাদেশের দক্ষিণে খাড়াভাবে কিরণ দেয়। তাই সেখানে তাপমাত্রা বেশি থাকে বলে বায়ুচাপ কম থাকে। অন্যদিকে বাংলাদেশের উত্তরে বেশ শীত এবং বায়ুচাপ বেশি থাকায় বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। এ বায়ু স্থলভাগ থেকে আসে বলে এতে জলীয়বাষ্প কম থাকে। এজন্য বাংলাদেশে শীতকালে বায়ু শুষ্ক থাকে। তাই শীতকালে বাংলাদেশে কম বৃষ্টি হয়।