জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বাংলা

‘লাইব্রেরি’ কোন ভাষার শব্দ?

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা গদ্য থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর তৈলচিত্রের ভ‚ত ৬. আলমারির ভেতরগুলো বেশির ভাগ কী দিয়ে ঠাসা? ক. অদরকারি বাজে বই খ. কাপড়চোপড় গ. দরকারি বই ঘ. মাসিকপত্র সঠিক উত্তর : ক. অদরকারি বাজে বই ৭. দেয়ালে বড় বড় কয়টি তৈলচিত্র? ক. দুইটি খ. তিনটি গ. চারটি ঘ. পঁাচটি সঠিক উত্তর : খ. তিনটি ৮. গল্পটিতে বাংলা কোন মাসের উল্লেখ আছে? ক. বৈশাখ খ. জ্যৈষ্ঠ গ. ফাল্গুন ঘ. চৈত্র সঠিক উত্তর : ঘ. চৈত্র ৯. মটকা কী? ক. রেশমের মোটা কাপড় খ. পাটের মোটা কাপড় গ. তুলার মোটা কাপড় ঘ. রেশমের চিকন কাপড় সঠিক উত্তর : ক. রেশমের মোটা কাপড় ১০. উ™£ান্ত শব্দের অথর্ কী? ক. বিব্রত খ. দ্বিধা গ. ভৎর্সনা ঘ. দিশাহারা সঠিক উত্তর : ঘ. দিশাহারা ১১. ‘তৈলচিত্রের ভ‚ত’ মানিক বন্দ্যোপাধ্যায়ের কোনজাতীয় রচনা? ক. ছোটগল্প খ. রসরচনা গ. নাটক ঘ. স্মৃতিকথা সঠিক উত্তর : ক. ছোটগল্প ১২. ‘লাইব্রেরি’ কোন ভাষার শব্দ? ক. ফরাসি খ. ইংরেজি গ. পতুির্গজ ঘ. জামার্ন সঠিক উত্তর : খ. ইংরেজি ১৩. রুপার ফ্রেমের নিচে কাঠ দেয়ার কারণ? ক. বিদ্যুৎ যাতে দেয়ালে যেতে না পারে খ. তৈলচিত্র লাগাতে প্রয়োজন হয় বলে গ. সৌন্দযর্ বৃদ্ধির জন্য ঘ. সুরক্ষার জন্য সঠিক উত্তর : ক. বিদ্যুৎ যাতে দেয়ালে যেতে না পারে ১৪. নগেনকে ধাক্কা দেয়া প্রাথমিকভাবে লক্ষণ ছিলÑ ক. প্রেতাত্মার খ. মানুষের গ. বিদ্যুতের ঘ. স্বপ্নের সঠিক উত্তর : ক. প্রেতাত্মার ১৫. ‘তৈলচিত্রের ভ‚ত’ গল্পে ভ‚তের উৎপাত মূলত কোথা থেকে? ক. অন্ধকার থেকে খ. আলো থেকে গ. বিদ্যুৎ থেকে ঘ. তৈলচিত্র থেকে সঠিক উত্তর : গ. বিদ্যুৎ থেকে ১৬. পরাশর ডাক্তার ভ‚তকে বিশ্বাস করলেন না কারণ তিনি ছিলেনÑ ক. যুক্তিবাদী খ. ডাক্তার গ. ভ‚ত বিশেষজ্ঞ ঘ. সমাজ সংস্কারক সঠিক উত্তর : ক. যুক্তিবাদী