জীববিজ্ঞান

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২০, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা য়
অধ্যায়- ৪ ৪২। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কয় প্রকার? উত্তর : ২ প্রকার ৪৩। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কী? উত্তর : পাতার মেসোফিল টিসু্য ৪৪। ভুট্টা, আখ, মুথা ঘাস, অ্যামারন্থাস ইত্যাদি কোন ধরনের উদ্ভিদ? উত্তর : ঈ৪ উদ্ভিদ ৪৫। সূর্যালোক ও ক্লোরোফিলের সাহায্যে পানির বিয়োজনকে কী বলা হয়? উত্তর : ফটোলাইসিস ৪৬। সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন কে? উত্তর : বস্ন্যাকম্যান ৪৭। বস্ন্যাকম্যান কত সালে সালোকসংশ্লেষণ প্রাক্রয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন? উত্তর : ১৯০৫ সালে ৪৮। ক্যালভিন চক্রে অস্থায়ী কী তৈরি হয়? উত্তর : কিটো এসিড ৪৯। ক্লোরোফিল আলোক রশ্মি থেকে কী শোষণ করে? উত্তর : ফোটন ৫০। পাইরুভিক এসিড অসম্পূর্ণরূপে জারিত হয়ে কী উৎপন্ন করে? উত্তর : ল্যাকটিক এসিড ৫১। সালোকসংশ্লেষণের উপজাত দ্রব্যের নাম লিখ। উত্তর : অক্সিজেন ও পানি ৫২। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থটি কত কার্বনবিশিষ্ট? উত্তর : ৩ ৫৩। সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ে কী উৎপন্ন হয়? উত্তর : কার্বোহাইড্রেট ৫৪। সালোকসংশ্লেষণের আলোকনির্ভর পর্যায়ে কী উৎপন্ন হয়? উত্তর : অঞচ ৫৫। কোন আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয়? উত্তর : লাল ৫৬। হ্যাচ ও স্স্ন্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কী? উত্তর : অক্সালো এসিটিক এসিড ৫৭। কত সালে হ্যাচ ও স্স্ন্যাক চক্র আবিষ্কৃত হয়? উত্তর : ১৯৬৬ সালে ৫৮। অঞচ এবং ঘঅউচঐ + ঐ+ কে কী বলা হয়? উত্তর : আত্তীকরণ শক্তি ৫৯। সালোকসংশ্লেষণের হার কীসের ওপর নির্ভর করে? উত্তর : উদ্ভিদের পাতার বয়স ও সংখ্যার ওপর ৬০। কোন ধরনের উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার বেশি? উত্তর : ঈ৪ উদ্ভিদের ৬১। ঈ৩ গতিপথ বলতে কোন চক্র বুঝায়? উত্তর : ক্যালবিন চক্র ৬২। ঈ৩ গতিপথ আবিষ্কারকের নাম কী? উত্তর : ক্যালভিন বেনসন ৬৩। ক্যালভিন তার আবিস্কারের জন্য কত সালে নোবেল পুরস্কার পান? উত্তর : ১৯৬১ সালে ৬৪। ঈ৪ গতিপথ আবিষ্কার করেন কারা? উত্তর : হ্যাচ ও স্স্ন্যাক ৬৫। গতিপথ আবিষ্কৃত হয় কত সালে? উত্তর : ১৯৬৬ সালে ৬৬। অক্সালো এসিটিক এসিড কত কার্বনবিশিষ্ট? উত্তর : ৪ কার্বনবিশিষ্ট ৬৭। হ্যাচ ও স্স্ন্যাক কোন দেশের বিজ্ঞানী? উত্তর : অস্ট্রেলিয়া ৬৮। ঈ৪ গতিপথের অপর নাম কী? উত্তর : হ্যাচ ও স্স্ন্যাক চক্র ৬৯। ছয় অণু কার্বন ডাইাক্সাইড (৬ঈঙ২) থেকে এক অণু গস্নুকোজ তৈরি হওয়ার ক্ষেত্রে ক্যালভিন চক্র কত বার ঘুরবে? উত্তর : ৬ বার ৭০। কোন তাপমাত্রায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়? উত্তর : ৫০সে. ৭১। সালোকসংশ্লেষণে পটাসিয়াম কী হিসেবে কাজ করে? উত্তর : অণুঘটক ৭২। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত তাপমাত্রা কত? উত্তর : ২২ সে. - ৩৫ সে. ৭৩। কত তরঙ্গ দৈর্ঘ্যে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয়? উত্তর : ৬৮০ হস ৭৪। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহলের পরিমাণ কত? উত্তর : ৯৫% ৭৫। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়ার নাম কী? উত্তর : সালোকসংশ্লেষণ বিক্রিয়া ৭৬। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় হাইড্রোজেন আয়ন কী থেকে আসে? উত্তর : পানি ৭৭। পাতার কোন অংশে ক্লোরোপস্নাস্ট সবচেয়ে বেশি? উত্তর : প্যালিসাইড প্যারেনকাইমা অংশে ৭৮। খাদ্য প্রস্তুতে বাধাপ্রাপ্ত হলে কোন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে? উত্তর : শ্বসন ৭৯। অক্সিজেন প্রাপ্যতার ভিত্তিতে শ্বসনকে কয়ভাগে ভাগ করা যায়? উত্তর : ২ ভাগে ৮০। শ্বেতসারের পরীক্ষা করার জন্য আয়োডিন দ্রবণের প্রয়োজন কত? উত্তর : ১% ৮১। ৫ কার্বন বিশিষ্ট রাইবুলোজ- ১, ৫ ডাই ফসপেট-এর সঙ্গে কার্বন ডাই অক্সাইড মিলিত হয়ে কী তৈরি করে? উত্তর : কিটো এসিড ৮২। সাধারণ তাপমাত্রায় জীবদেহে দৈনিক কত ঘণ্টা শ্বসন প্রক্রিয়া ঘটে? উত্তর : ২৪ ঘণ্টা ৮৩। কোন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়? উত্তর : শ্বসন ৮৪। অবাত শ্বসনের ধাপ কয়টি? উত্তর : ২টি ৮৫। সবুজ পাতা আয়োডিন দ্রবণে কী বর্ণ ধারণ করে? উত্তর : নীল ৮৬। শ্বসন প্রক্রিয়া জীবকোষের কোথায় সংঘটিত হয়? উত্তর : মাইটোকন্ড্রিয়াতে ৮৭। গস্নুকোজ + অক্সিজেন ষ্ কার্বন ডাইঅক্সাইড + অ + শক্তি। বিক্রিয়াটির অ স্থানে কী উৎপন্ন হয়? উত্তর : পানি ৮৮। শ্বসনের সময় সৌরশক্তি কীরূপে উদ্ভূত হয়? উত্তর : তাপ ৮৯। অ্যাসিটাইল কো-এ কত কার্বনবিশিষ্ট? উত্তর : ২