কুয়েটে মেকানিক্যাল ফেস্টিভ্যাল

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে তিনদিনব্যাপী ‘ইনিশন ২০১৮ ন্যাশনাল মেকানিক্যাল ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর ফেস্টিভ্যালের সমাপনী দিনে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও চলতি ভাইস-চ্যান্সেলর (রুটিন ওয়াকর্) প্রফেসর ড. কাজী হামিদুল বারী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. খন্দকার আফতাব হোসেন। অনুষ্ঠানের কনভেনর হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. গোলাম কাদের এবং সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান প্রফেসর ড. সোবহান মিয়া। ৬ সেপ্টেম্বর এই ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান শেষে কী নোট সেশন পরিচালনা করেন বাংলাদেশ এটোমিক এনাজির্ কমিশনের সাবেক চেয়ারম্যান মো. আলী জুলকারনাঈন এবং ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্সের সিইও এশিয়া ইজাজুর রহমান। তিনদিনব্যাপী ফেস্টিভ্যালে কুয়েটসহ দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের প্রায় সাতশ শিক্ষাথীর্ অংশগ্রহণ করে। ফেস্টিভ্যালে সেমিনার, কী নোট সেশনসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি ক্যাটাগরিতে তিনজন করে ১০ ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। শিক্ষাথীর্ ছাড়াও ফেস্টিভ্যালে গবেষক, শিক্ষক, দেশের স্বনামধন্য প্রকৌশলী ও প্রযুক্তিবিদরাসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।