নবম ও দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া।
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য ব্যবসায় উদ্যোগ থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায় -২ ৩। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোডর্ আত্মকমর্সংস্থানের জন্য কোন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে? (ক) মৎস্য চাষ (খ) বৃত্তিমূলক (গ) প্রযুক্তিগত (ঘ) সবজি চাষ সঠিক উত্তর: (খ) বৃত্তিমূলক ৪। কোন প্রতিষ্ঠানের চাকরির সংখ্যা একটি নিদির্ষ্ট সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকে? (ক) সরকারি (খ) ব্যবসায় শিল্প (গ) ব্যবসায় শিক্ষা (ঘ) আত্মকমর্সংস্থান সঠিক উত্তর: (ক) সরকারি ৫। কোনটির মাধ্যমে ব্যবসায়ের জন্য পরিবেশ সৃষ্টি করা সম্ভব? (ক) সময়পযোগী পদক্ষেপের মাধ্যমে (খ) পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে (গ) প্রশিক্ষণের মাধ্যমে (ঘ) কৌশল ও দক্ষতার মাধ্যমে সঠিক উত্তর: (গ) প্রশিক্ষণের মাধ্যমে ৬। একটি দেশের উন্নয়নে কোন খাত মুখ্য ভ‚মিকা পালন করে? (ক) কৃষি (খ) শিল্প (গ) প্রাকৃতিক সম্পদ (ঘ) জনসংখ্যা সঠিক উত্তর: (গ) প্রাকৃতিক সম্পদ ৭। আগের তুলনায় বতর্মানে আত্মকমর্সংস্থানে নিয়োজিত ব্যক্তির কী বৃদ্ধি পেয়েছে? (ক) ব্যক্তি মযার্দা (খ) সামাজিক মযার্দা (গ) ব্যক্তির দায় (ঘ) সামাজিক দায় সঠিক উত্তর: (খ) সামাজিক মযার্দা ৮। নিজের কমর্সংস্থান সৃষ্টিকে কী বলে? (ক) কমর্সংস্থান (খ) আত্মকমর্সংস্থান (গ) ব্যবসায় (ঘ) শিক্ষা সঠিক উত্তর: (খ) আত্মকমর্সংস্থান ৯। কমর্সংস্থানের জন্য কোনটি প্রয়োজন? (ক) নিজ দক্ষতা (খ) স্বাভাবিক পুজি (গ) দুটি কমর্ঠ হাত ও আত্মবিশ্বাস (ঘ) ইচ্ছা শক্তি ও মনোবল সঠিক উত্তর: (ক) নিজ দক্ষতা ১০। বাংলাদেশে কমর্সংস্থানের প্রধান উৎস কোনটি? (ক) আত্মকমর্সংস্থান (খ) বেসরকারি খাত (গ) সরকারি খাত (ঘ) বেসরকারি উন্নয়ন খাত সঠিক উত্তর: (ক) আত্মকমর্সংস্থান ১১। উন্নয়নশীল দেশে সরকারি চাকরির জনপ্রিয়তার জন্য গুরুত্বপূণর্ নয় কোনটি? (ক) নিয়মিত আয় (খ) নিশ্চয়তা (গ) বেশি আয় (ঘ) পদোন্নতির সম্ভাবনা সঠিক উত্তর: (গ) বেশি আয় ১২। আত্মকমর্সংস্থানে উদ্বুদ্ধকরণে কী করণীয়? (ক) চাকরির অভাব তুলে ধরা (খ) শিল্পপতির জীবনী ব্যাখা (গ) আত্মকমর্সংস্থানের কারণ জানা (ঘ) প্রশিক্ষণ ও ঋণদান সঠিক উত্তর : (ঘ) প্রশিক্ষণ ও ঋণদান