প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি প্রাথমিক বিজ্ঞান

ঘূণির্ঝড়ের উৎপত্তিÑ

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত ও যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অধ্যায় : ১১ ২০. কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়? উত্তর: বায়ুচাপ ২১. দুপুরে সূযর্ আমাদের মাথার উপর থেকে কীভাবে কিরণ দেয়? উত্তর: খাড়াভাবে ২২. আবহাওয়া জলবায়ুর মধ্যে পাথর্ক্য হচ্ছেÑ উত্তর: সময়ের ২৩. বাংলাদেশের জলবায়ু কী ধরনের? উত্তর: উষ্ণ ও শুষ্ক ২৪. শীতকালে বায়ু কীরূপ থাকে? উত্তর: হালকা ২৫. দিনের কোন সময় সূযের্র তাপ বেশি পড়ে? উত্তর: দুপুর ২৬. ঘূণির্ঝড়ের উৎপত্তি সাধারণত কোথায় হয়? উত্তর: মহাসাগরে ২৭. গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্রঝড় হয় তা কী নামে পরিচিত? উত্তর: কালবৈশাখী ২৮. অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রা কীসের কারণ? উত্তর: খরা ২৯. অতি গরম আবহাওয়ার দীঘর্স্থায়ী অবস্থাই হলোÑ উত্তর: তাপদাহ ৩০. বাংলাদেশে শীতকালে কোন বায়ু প্রবাহিত হয়? উত্তর: উত্তর-পূবর্ মৌসুমি বায়ু যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর অধ্যায় : ১ প্রশ্ন. খাদ্যশৃঙ্খল কী? ধান, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ, ঈগলÑ এ খাদ্যশৃঙ্খলে ব্যাঙ বিলুপ্ত হলে কী ঘটবে ৪টি বাক্যে লেখ। উত্তর : সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করে। এ সবুজ উদ্ভিদকে খায় ছোট ছোট প্রাণী। আবার ছোট প্রাণীকে খায় বড় প্রাণী। এভাবে পরিবেশে খাদ্য ও খাদকের মধ্যে যেসব ধারাবাহিকতা বিদ্যমান তাকেই খাদ্যশৃঙ্খল বলে। প্রশ্নে উল্লিখিত খাদ্যশৃঙ্খল থেকে যদি ব্যাঙ বিলুপ্ত হয়ে যায়, তবে ঘাসফড়িংয়ের সংখ্যা বেড়ে যাবে। এতে ধান ক্ষেতে ঘাসফড়িংয়ের আক্রমণ বেড়ে যাবে। ফলে ধান গাছ ক্ষতিগ্রস্ত হবে, ধানের ফলন কমে যাবে। অন্যদিকে সাপ ও ঈগল খাদ্যের অভাবে মারা যাবে। প্রশ্ন. উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা ৫টি বাক্যে লেখ। উত্তর : উদ্ভিদ ও প্রাণী থেকে আমরা খাদ্য ও ওষুধসহ বেঁচে থাকার অনেক জিনিস পাই। জীবনধারণের জন্য অপরিহাযর্ অক্সিজেন আমরা উদ্ভিদ থেকেই পেয়ে থাকি। উদ্ভিদের দেহের বিভিন্ন অংশ থেকে তৈরি হয় জীবন রক্ষাকারী ওষুধ। বিভিন্ন প্রাণীকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। আবার প্রাণীর দেহের বিভিন্ন অংশ থেকেও তৈরি হচ্ছে বিভিন্ন ওষুধ। অধ্যায় : ২ প্রশ্ন. পরিবেশ দূষণের উৎস কী? তোমার এলাকার পরিবেশ দূষণ রোধে তোমার বন্ধুদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার দুটি উপায় লেখ। উত্তর : যেসব কারণ পরিবেশের ক্ষতি করে সেগুলোই পরিবেশ দূষণের উৎস। যেমনÑ বায়ু দূষণের উৎস শিল্পকারখানা, যানবাহন, ইটের ভাটা ইত্যাদি। পানি দূষণের উৎস রাসায়নিক সার, কীটনাশক, কলকারখানার বজর্্য। আবার মাটি দূষণের উৎস প্লাস্টিক, পলিথিন ইত্যাদি।