জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বাংলা

তৈলচিত্রের ভ‚ত’ গল্পের মূল বিষয়Ñ

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা গদ্য থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর তৈলচিত্রের ভ‚ত ১৭. নগেন তৈলচিত্রকে প্রেতাত্মা মনে করার কারণÑ ক. অন্ধকারে স্পশর্ খ. আলোতে স্পশর্ গ. জ্ঞানের অপ্রতুলতা ঘ. প্রাচীন ধ্যান-ধারণা সঠিক উত্তর : গ. জ্ঞানের অপ্রতুলতা ১৮. মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘তৈলচিত্রের ভ‚ত’ গল্পটি সৃষ্টির উৎসÑ ক. তেলরঙের গুরুত্ব খ. বৈদ্যুতিক শক গ. প্রেতাত্মায় বিশ্বাস ঘ. ছলনায় বিশ্বাস সঠিক উত্তর : গ. প্রেতাত্মায় বিশ্বাস ১৯. ‘তৈলচিত্রের ভ‚ত’ গল্পের ভাষারীতি হচ্ছেÑ ক. সাধ খ. চলিত গ. আঞ্চলিক ঘ. গুরুচÐালী সঠিক উত্তর : খ. চলিত ২০. রাত্রি শব্দের যথাথর্ বিপরীত শব্দ হচ্ছেÑ ক. দিবা খ. দিন গ. দিনমান ঘ. দীন সঠিক উত্তর : খ. দিন ২১. মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পকর্যুক্তÑ ক. সঁাওতাল পরগনা খ. হাওড়া গ. বরিশাল ঘ. চট্টগ্রাম সঠিক উত্তর : ক. সঁাওতাল পরগনা ২২. ‘তৈলচিত্রের ভ‚ত’ গল্পে লেখক নগেন ও পরাশর ডাক্তারের চরিত্র সৃষ্টিতেÑ ক. দুবর্লতার পরিচয় দিয়েছেন খ. সফল হয়েছেন গ. অদূরদশির্তার পরিচয় দিয়েছেন ঘ. ব্যথর্ হয়েছেন সঠিক উত্তর : খ. সফল হয়েছেন ২৩. ‘ঝনঝন’ শব্দটির ক্ষেত্রে নিচের কোনটি গ্রহণযোগ্য? ক. অনন্বয়ী খ. অনুকার অধ্যয় গ. অনুসগর্ অব্যয় ঘ. সমুচ্চয়ী অব্যয় সঠিক উত্তর : খ. অনুকার অধ্যয় ২৪. সঁাওতাল পরগনার দুমকার সঙ্গে মানিক বন্দ্যোপাধ্যায়ের মূল সম্পকর্ প্রকাশ পায় কোন বিষয়টির মাধ্যমে? ক. জন্ম খ. চাকরি গ. পড়াশোনা ঘ. মামাবাড়ি সঠিক উত্তর : ক. জন্ম ২৫. ‘তৈলচিত্রের ভ‚ত’ গল্পের মূল বিষয় কী? ক. কুসংস্কার থেকে মানুষকে সচেতন করা খ. সাহসিকতা প্রদশর্ন গ. ভালোবাসা ঘ. শ্রদ্ধা। সঠিক উত্তর : ক. কুসংস্কার থেকে মানুষকে সচেতন করা ২৬. ভ‚ত বলতে কী বোঝ? ক. প্রেতাত্মা খ. জিন গ. অদৃশ্য শক্তি ঘ. অমূলক ভীতি সঠিক উত্তর : ঘ. অমূলক ভীতি ২৭. ‘তিনি হাফ ছেড়ে বঁাচলেন’Ñকথাটির মধ্যে প্রকাশ পেয়েছেÑ ক. আশঙ্কা খ. আকাক্সক্ষা গ. সাহসিকতা ঘ. ভীরুতা সঠিক উত্তর : ক. আশঙ্কা