বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির পড়াশোনা জীববিজ্ঞান

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
  ২১ অক্টোবর ২০২০, ০০:০০
প্রোটোপস্নাজম

আজ তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

অধ্যায় - ৫

৭৩। মানুষের ছেদন দাঁত কয়টি?

উত্তর : ৪টি

৭৪। মানুষের স্থায়ী দাঁত কয় ধরনের?

উত্তর : ৪

৭৫। দুইজন মানুষের কয়টি প্রিমোলার দাঁত থাকে?

উত্তর : ১৬টি

৭৬। দাঁতের ডেন্টিনকে আবৃতকারী পাতলা আবরণের নাম কী?

উত্তর : এনামেল

৭৭। অন্ত্রের প্রধান অংশ কয়টি?

উত্তর : ২টি

৭৮। ভিলাস কাকে বলে?

উত্তর : ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীরে অবস্থিত আঙুলের মতো প্রক্ষেপিত অংশকে ভিলাস বলে।

৭৯। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কী?

উত্তর : যকৃৎ

৮০। ইউরিক এসিড কোথায় তৈরি হয়?

উত্তর : যকৃতে

৮১। মানুষের কয় জোড়া লালাগ্রন্থি রয়েছে?

উত্তর : ৩ জোড়া

৮২। যকৃৎ কয়টি অসম্পূর্ণ খন্ড নিয়ে গঠিত?

উত্তর : ৪টি

৮৩। যকৃতের উদ্বৃত্ত গস্নুকোজ কিরূপে সঞ্চয় করে রাখে?

উত্তর : গস্নাইকোজেন রূপে

৮৪। কোন এনজাইম শ্বেতসার পরিপাকে অংশ নেয়?

উত্তর : টায়ালিন

৮৫। যকৃতে অ্যামাইনো এসিড কী জাতীয় পদার্থ শোষণে সাহায্য করে?

উত্তর : স্নেহ

৮৬। ইউরিয়া কোথায় তৈরি হয়?

উত্তর : যকৃতে

৮৭। অগ্ন্যাশয় রসে কোন এনজাইম থাকে?

উত্তর : লাইপেজ

৮৮। সিগেলা নামক ব্যাকটেরিয়ার আক্রমণে কোন রোগ হয়?

উত্তর : আমাশয়

৮৯। বেরিয়াম এক্সরের মাধ্যমে কোন রোগ নির্ণয় করা যায়?

উত্তর : গ্যাস্ট্রিক আলসার

৯০। ক্ষুদ্রান্ত্রের আন্তঃপ্রাচীরে অবস্থিত আঙুলের মতো অংশটি কী?

উত্তর : ভিলাই

অধ্যায় - ৬

১। প্রোটোপস্নাজমের শতকরা কত ভাগ পানি?

উত্তর : ৯০%

২। কাঠ দীর্ঘদিন পানির সংস্পর্শে থাকলে ফুলে ওঠার কারণ কী?

উত্তর : ইমবাইবিশন

৩। কীসের অভাবে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়?

উত্তর : সূর্যালোক

৪। বর্ষাকালে ঘরের দরজা আটকানো কষ্টকর হয় কীসের জন্য?

উত্তর : ইমবাইবিশন

৫। প্রোটোপস্নাজমের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কী থাকে?

উত্তর : পানি

৬। কোষপ্রাচীর ও প্রোটোপস্নাজম কলয়েডধর্মী হওয়ায় কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়?

উত্তর : ইমবাইবিশন

৭। ব্যাপন কাকে বলে?

উত্তর : যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে তাকে ব্যাপন বলে।

৮। অভিস্রবণ প্রক্রিয়া ঘটতে হলে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণকে কী দ্বারা পৃথক করতে হবে?

উত্তর : বৈষম্যভেদ্য পর্দা

৯। ব্যাপন কোন ধরনের প্রক্রিয়া?

উত্তর :জৈব প্রক্রিয়া

১০। অভিস্রবণ সিলেকটিভলি ভেদ্য পর্দার মধ্যে দিয়ে কোন পদার্থ স্থানান্তরিত হয়?

উত্তর : দ্রাবক

১১। উদ্ভিদে গ্যাস বিনিময় ঘটে কীসের সাহায্যে?

উত্তর : ব্যাপন

১২। ব্যাপন কোন চাপের ফলে ঘটে?

উত্তর : ব্যাপন চাপ

১৩। জীবদেহের ভৌত ভিত্তি কী?

উত্তর : প্রোটোপস্নাজম

১৪। উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান ঈঙ২ বায়ু থেকে কোন প্রক্রিয়ায় গ্রহণ করে?

উত্তর : ব্যাপন

১৫। বীজে অঙ্কুরোদ্গমের সাফল্য নির্ভর করে কোন প্রক্রিয়ার ওপর?

উত্তর : অভিস্রবণ

১৬। কোন প্রক্রিয়া পত্ররন্ধ্র বন্ধ ও খোলা হওয়া নিয়ন্ত্রণ করে?

উত্তর : প্রস্বেদন

১৭। অভিস্রবণ প্রক্রিয়ায় বৈষম্যভেদ্য পর্দার মধ্যে দিয়ে কী যাতায়াত করে?

উত্তর : দ্রাবক

১৮। উদ্ভিদের অভ্যন্তরে এককোষ হতে পানি অন্যকোষে চলাচল করে কোন প্রক্রিয়ায়?

উত্তর : অভিস্রবণ

১৯। উদ্ভিদের পানি পরিশোষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কী?

উত্তর : অভিস্রবণ ও প্রস্বেদন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<115930 and publish = 1 order by id desc limit 3' at line 1