দশম শ্রেণির পড়াশোনা

জীববিজ্ঞান

প্রকাশ | ২২ অক্টোবর ২০২০, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা য়
ঘৃতকুমারী
অধ্যায় - ৬ ২০। পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঞ্চলে পরিবহন করে কী? উত্তর : ফ্লোয়েম ২১। উদ্ভিদে প্রস্তুতকৃত খাদ্য কোন কোষের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়? উত্তর : সিভনল ২২। মূলরোম থেকে পানি কর্টেক্সে প্রবেশ করে কোন পদ্ধতিতে? উত্তর : কোষান্তর অভিস্রবণ ২৩। কৈশিক পানি মাটি থেকে অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায় কোথায় প্রবেশ করে? উত্তর : মূলরোমে ২৪। মূলরোম থেকে পানি কোথায় প্রবেশ করে? উত্তর : মূলের কর্টেক্সে ২৫। মূলরোম দিয়ে শোষিত পানি কোন প্রক্রিয়ায় জাইলেম ভেসেলে পৌঁছায়? উত্তর : অভিস্রবণ ২৬। ক্যালোজ কখন গলে যায়? উত্তর : গ্রীষ্মকালে ২৭। সুউচ্চ বৃক্ষের পাতায় পানি পৌঁছায় কীসের মাধ্যমে? উত্তর : ভেসেল ২৮। উদ্ভিদে শোষণ কয়টি উপায়ে হয়ে থাকে? উত্তর : ১টি ২৯। লবণ শোষণের বাহক তত্ত্ব কত সালে প্রবর্তিত হয়? উত্তর : ১৯৩৭ সালে ৩০। কোন উদ্ভিদ অতিরিক্ত খাদ্য পাতায় সঞ্চিত রাখে? উত্তর : ঘৃতকুমারী ৩১। ফ্লোয়েমের কোন কোষে শীতকালে ক্যালোজ জমা হয়? উত্তর : সিভনল ৩২। লবণ শোষণের বাহক তত্ত্বের প্রবক্তা কে? উত্তর : ঠধহ ফবৎ ঐড়হবৎঃ ৩৩। গধংড়হ ধহফ গধংশবষষ কত সালে তুলা গাছের কান্ড ফ্লোয়েম পরীক্ষা করেন? উত্তর : ১৯২৮ সালে ৩৪। ঘৃতকুমারীর কোন অঙ্গে খাদ্য জমা থাকে? উত্তর : পাতায় ৩৫। কোষ রস পরিবহনকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর : ২ ভাগে ৩৬। স্যাফ্রোনিনের রং কী? উত্তর : লাল ৩৭। ফ্লুইড অফ লাইম বলা হয় কাকে? উত্তর : পানিকে ৩৮। কী রোধ করার জন্য শীতে পাতা ঝরে যায়? উত্তর : প্রস্বেদন ৩৯। উদ্ভিদ প্রধানত অভিকর্ষীয় পানি কী দ্বারা শোষণ করে? উত্তর : মূল ৪০। প্রস্বেদনকে 'প্রয়োজনীয় ক্ষতি' নামে অভিহিত করেছেন কোন বিজ্ঞানী? উত্তর : কার্টিস ৪১। পত্ররন্ধ্রে কোন ধরনের কোষ থাকে? উত্তর : রক্ষীকোষ ৪২। উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে, কান্ডের বাকল ফেটে কী সৃষ্টি হয়? উত্তর : লেন্টিসেল ৪৩। প্রস্বেদন প্রক্রিয়ায় পাতার কোন অংশের বায়ু পানির সঙ্গে মিশে? উত্তর : বায়ুকুঠুরি ৪৪। বায়বীয় অঙ্গের ভিত্তিতে প্রস্বেদন কয় ভাগে বিভক্ত? উত্তর : ৩ ভাগে ৪৫। কোষরস কাকে বলে? উত্তর : উদ্ভিদ কোষে উপস্থিত খনিজ পদার্থ মিশ্রিত যে পানি তাকে কোষরস বলে। ৪৬। উদ্ভিদে প্রস্বেদনের শতকরা কতভাগ পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে? উত্তর : ৯০% ৪৭। কিউটিকল কাকে বলে? উত্তর : পাতার উপর ও নিচের কিউটিনের আবরণকে কিউটিকল বলে। ৪৮। রক্তরসের রং কেমন? উত্তর : ঈষৎ হলুদাভ ৪৯। রক্তসংবহনতন্ত্রকে সাধারণত কয়ভাগে ভাগ করা যায়? উত্তর : ২ ভাগে ৫০। সাধারণত রক্তের কতভাগ রক্তরস? উত্তর : ৫৫ ভাগ ৫১। রক্তরসে জৈব ও অজৈব পদার্থের শতকরা পরিমাণ কত? উত্তর : ৮-৯% ৫২। রক্তরস কাকে বলে? উত্তর : রক্তের বর্ণহীন তরল অংশকে রক্তরস বলে। ৫৩। রক্ত সংবহনতন্ত্র কাকে বলে? উত্তর :যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে রক্ত সংবহনতন্ত্র বলে। ৫৪। মানবদেহে কত প্রকার রক্তকণিকা দেখা যায়? উত্তর : ৩ প্রকার ৫৫। রক্তকণিকার জন্ম কোথায়? উত্তর : লাল অস্থিমজ্জায় ৫৬। একই দিনে জন্ম নেয়া একটা শ্বেত কণিকার চেয়ে একটা লোহিত কণিকা কতদিন বেশি বাঁচে? উত্তর : ১০০ দিন ৫৭। প্রতি কিউবিক মিলিমিটার রক্তে শ্বেতকণিকার সংখ্যা কত? উত্তর : ৫-১০ হাজার ৫৮। প্রতি কিউবিক মিলিমিটারে পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত? উত্তর : প্রায় ৫০ লাখ ৫৯। শ্বেত রক্তকণিকার চেয়ে লোহিত রক্তকণিকার সংখ্যা কতগুণ বেশি? উত্তর : প্রায় ৫০০ গুণ ৬০। প্রতি কিউবিক মিলিমিটারে অণুচক্রিকার সংখ্যা কত? উত্তর : প্রায় ২ লাখ ৫০ হাজার ৬১। অস্থিমজ্জা থেকে কী রক্তকণিকা উৎপন্ন হয়? উত্তর : লোহিত ও শ্বেত কণিকা ৬২। রক্তরসে শতকরা প্রায় কত ভাগ পানি রয়েছে? উত্তর : ৯০% ৬৩। মৃত শ্বেত রক্তকণিকা কিসে পরিণত হয়? উত্তর : পুঁজ ৬৪। মৌলবিপাক শক্তি কাকে বলে? রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা অতিমাত্রায় বেড়ে গেলে কি হয়? উত্তর : লিউকোমিয়া ৬৫। ফ্যাগোসাইটিসিস কাকে বলে? উত্তর : শ্বেত রক্তকণিকার জীবাণু ভক্ষণের প্রক্রিয়াকে ফ্যাগোসাইটিসিস বলে। ৬৬। কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণিবিভাগ করেন? উত্তর : কার্ল ল্যান্ড স্টেইনার