শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির পড়াশোনা

জীববিজ্ঞান
মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা য়
  ২২ অক্টোবর ২০২০, ০০:০০
ঘৃতকুমারী

অধ্যায় - ৬

২০। পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঞ্চলে পরিবহন করে কী?

উত্তর : ফ্লোয়েম

২১। উদ্ভিদে প্রস্তুতকৃত খাদ্য কোন কোষের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়?

উত্তর : সিভনল

২২। মূলরোম থেকে পানি কর্টেক্সে প্রবেশ করে কোন পদ্ধতিতে?

উত্তর : কোষান্তর অভিস্রবণ

২৩। কৈশিক পানি মাটি থেকে অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায় কোথায় প্রবেশ করে?

উত্তর : মূলরোমে

২৪। মূলরোম থেকে পানি কোথায় প্রবেশ করে?

উত্তর : মূলের কর্টেক্সে

২৫। মূলরোম দিয়ে শোষিত পানি কোন প্রক্রিয়ায় জাইলেম ভেসেলে পৌঁছায়?

উত্তর : অভিস্রবণ

২৬। ক্যালোজ কখন গলে যায়?

উত্তর : গ্রীষ্মকালে

২৭। সুউচ্চ বৃক্ষের পাতায় পানি পৌঁছায় কীসের মাধ্যমে?

উত্তর : ভেসেল

২৮। উদ্ভিদে শোষণ কয়টি উপায়ে হয়ে থাকে?

উত্তর : ১টি

২৯। লবণ শোষণের বাহক তত্ত্ব কত সালে প্রবর্তিত হয়?

উত্তর : ১৯৩৭ সালে

৩০। কোন উদ্ভিদ অতিরিক্ত খাদ্য পাতায় সঞ্চিত রাখে?

উত্তর : ঘৃতকুমারী

৩১। ফ্লোয়েমের কোন কোষে শীতকালে ক্যালোজ জমা হয়?

উত্তর : সিভনল

৩২। লবণ শোষণের বাহক তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর : ঠধহ ফবৎ ঐড়হবৎঃ

৩৩। গধংড়হ ধহফ গধংশবষষ কত সালে তুলা গাছের কান্ড ফ্লোয়েম পরীক্ষা করেন?

উত্তর : ১৯২৮ সালে

৩৪। ঘৃতকুমারীর কোন অঙ্গে খাদ্য জমা থাকে?

উত্তর : পাতায়

৩৫। কোষ রস পরিবহনকে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর : ২ ভাগে

৩৬। স্যাফ্রোনিনের রং কী?

উত্তর : লাল

৩৭। ফ্লুইড অফ লাইম বলা হয় কাকে?

উত্তর : পানিকে

৩৮। কী রোধ করার জন্য শীতে পাতা ঝরে যায়?

উত্তর : প্রস্বেদন

৩৯। উদ্ভিদ প্রধানত অভিকর্ষীয় পানি কী দ্বারা শোষণ করে?

উত্তর : মূল

৪০। প্রস্বেদনকে 'প্রয়োজনীয় ক্ষতি' নামে অভিহিত করেছেন কোন বিজ্ঞানী?

উত্তর : কার্টিস

৪১। পত্ররন্ধ্রে কোন ধরনের কোষ থাকে?

উত্তর : রক্ষীকোষ

৪২। উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে, কান্ডের বাকল ফেটে কী সৃষ্টি হয়?

উত্তর : লেন্টিসেল

৪৩। প্রস্বেদন প্রক্রিয়ায় পাতার কোন অংশের বায়ু পানির সঙ্গে মিশে?

উত্তর : বায়ুকুঠুরি

৪৪। বায়বীয় অঙ্গের ভিত্তিতে প্রস্বেদন কয় ভাগে বিভক্ত?

উত্তর : ৩ ভাগে

৪৫। কোষরস কাকে বলে?

উত্তর : উদ্ভিদ কোষে উপস্থিত খনিজ পদার্থ মিশ্রিত যে পানি তাকে কোষরস বলে।

৪৬। উদ্ভিদে প্রস্বেদনের শতকরা কতভাগ পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে?

উত্তর : ৯০%

৪৭। কিউটিকল কাকে বলে?

উত্তর : পাতার উপর ও নিচের কিউটিনের আবরণকে কিউটিকল বলে।

৪৮। রক্তরসের রং কেমন?

উত্তর : ঈষৎ হলুদাভ

৪৯। রক্তসংবহনতন্ত্রকে সাধারণত কয়ভাগে ভাগ করা যায়?

উত্তর : ২ ভাগে

৫০। সাধারণত রক্তের কতভাগ রক্তরস?

উত্তর : ৫৫ ভাগ

৫১। রক্তরসে জৈব ও অজৈব পদার্থের শতকরা পরিমাণ কত?

উত্তর : ৮-৯%

৫২। রক্তরস কাকে বলে?

উত্তর : রক্তের বর্ণহীন তরল অংশকে রক্তরস বলে।

৫৩। রক্ত সংবহনতন্ত্র কাকে বলে?

উত্তর :যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে রক্ত সংবহনতন্ত্র বলে।

৫৪। মানবদেহে কত প্রকার রক্তকণিকা দেখা যায়?

উত্তর : ৩ প্রকার

৫৫। রক্তকণিকার জন্ম কোথায়?

উত্তর : লাল অস্থিমজ্জায়

৫৬। একই দিনে জন্ম নেয়া একটা শ্বেত কণিকার চেয়ে একটা লোহিত কণিকা কতদিন বেশি বাঁচে?

উত্তর : ১০০ দিন

৫৭। প্রতি কিউবিক মিলিমিটার রক্তে শ্বেতকণিকার সংখ্যা কত?

উত্তর : ৫-১০ হাজার

৫৮। প্রতি কিউবিক মিলিমিটারে পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত?

উত্তর : প্রায় ৫০ লাখ

৫৯। শ্বেত রক্তকণিকার চেয়ে লোহিত রক্তকণিকার সংখ্যা কতগুণ বেশি?

উত্তর : প্রায় ৫০০ গুণ

৬০। প্রতি কিউবিক মিলিমিটারে অণুচক্রিকার সংখ্যা কত?

উত্তর : প্রায় ২ লাখ ৫০ হাজার

৬১। অস্থিমজ্জা থেকে কী রক্তকণিকা উৎপন্ন হয়?

উত্তর : লোহিত ও শ্বেত কণিকা

৬২। রক্তরসে শতকরা প্রায় কত ভাগ পানি রয়েছে?

উত্তর : ৯০%

৬৩। মৃত শ্বেত রক্তকণিকা কিসে পরিণত হয়?

উত্তর : পুঁজ

৬৪। মৌলবিপাক শক্তি কাকে বলে? রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা অতিমাত্রায় বেড়ে গেলে কি হয়?

উত্তর : লিউকোমিয়া

৬৫। ফ্যাগোসাইটিসিস কাকে বলে?

উত্তর : শ্বেত রক্তকণিকার জীবাণু ভক্ষণের প্রক্রিয়াকে ফ্যাগোসাইটিসিস বলে।

৬৬। কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণিবিভাগ করেন?

উত্তর : কার্ল ল্যান্ড স্টেইনার

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<116081 and publish = 1 order by id desc limit 3' at line 1