সপ্তম শ্রেণির পড়াশোনা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ | ২২ অক্টোবর ২০২০, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
ভার্চুয়াল ক্লাস
৬। ইন্টারনেট ব্যবহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কতজন ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষা দেয়? ক. প্রায় এক লাখ খ. প্রায় দুই লাখ গ. প্রায় চার লাখ ঘ. প্রায় পাঁচ লাখ সঠিক উত্তর : গ. প্রায় চার লাখ ৭। শিক্ষায় ইন্টারনেটের ভূমিকার ক্ষেত্রে কোনটি সঠিক? ক. ছাত্রছাত্রীদের শিক্ষাকে ক্ষতিগ্রস্ত করে খ. এটি শুধু তথ্যের উৎস গ. ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে অনেক ছাত্রছাত্রী শিক্ষা লাভ করতে পারে ঘ. ছাত্রছাত্রীরা তথ্যগত বিভ্রান্তিতে ভোগে সঠিক উত্তর : গ. ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে অনেক ছাত্রছাত্রী শিক্ষা লাভ করতে পারে ৮। বাংলাদেশে থেকে যুক্তরাষ্ট্রের গওঞ-তে কোর্স করা যায় কীভাবে? ক. মোবাইল ফোনের মাধ্যমে খ. ইন্টারনেটের মাধ্যমে গ. স্কাইপের মাধ্যমে ঘ. ওয়েবসাইটের মাধ্যমে সঠিক উত্তর : খ. ইন্টারনেটের মাধ্যমে ৯। ভার্চুয়াল ক্লাসরুমের মাধ্যমে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা কী উপকার পেতে পারে? ক. রোগীকে ওষুধ খাওয়াতে পারবে খ. চিকিৎসা করতে পারবে গ. জটিল অপারেশন নিজের চোখে দেখতে পারবে ঘ. রোগীকে পর্যবেক্ষণ করতে পারবে সঠিক উত্তর : গ. জটিল অপারেশন নিজের চোখে দেখতে পারবে ১০। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শিক্ষা সাইট খান একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ক. ২০০২ সালে খ. ২০০৫ সালে গ. ২০০৬ সালে ঘ. ২০০৮ সালে সঠিক উত্তর : গ. ২০০৬ সালে ১১। নিচের কোনটির কারণে আমরা ইতিমধ্যে অনেক ধরনের সুবিধা ব্যবহার করছি? ক. ইন্টারনেটের কারণে খ. প্রযুক্তির কারণে গ. মোবাইল ফোনের কারণে ঘ. কম্পিউটারের কারণে সঠিক উত্তর : ক. ইন্টারনেটের কারণে ১২। ইন্টারনেটে শিক্ষাসংক্রান্ত ব্যাপারে সঠিক অনুসন্ধানের মাধ্যমে কী বের করা যায়? ক. তথ্য খ. তথ্য ও উপাত্ত গ. সব তথ্যের লিংক ঘ. একটি তথ্যের লিংক সঠিক উত্তর : খ. তথ্য ও উপাত্ত ১৩। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ভূমিকা রাখছে- র. সহজে শিক্ষা বিস্তারে রর. শিক্ষা কার্যক্রম সহজ করে ররর. সরাসরি শিক্ষা দান করে নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর