তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

সপ্তম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২০, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর
অধ্যায়-৫ ১৫। উইকিপিডিয়া কারা তৈরি করেন? ক. মাইক্রোসফট কোম্পানি খ. সারা বিশ্বের মানুষ গ. গুগলের কর্মীরা ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক উত্তর : খ. সারা বিশ্বের মানুষ ১৬। উইকিপিডিয়া কয়টি ভাষায় চালু আছে? ক. ৬০টি ভাষায় খ. ২০০টি ভাষায় গ. ১০টি ভাষায় ঘ. ৩০টি ভাষায় সঠিক উত্তর : খ. ২০০টি ভাষায় ১৭। বিশ্বের কতটি ওয়েবসাইটে নিউটনের গতির দ্বিতীয় সূত্রসংক্রান্ত তথ্য আছে? ক. প্রায় ২০ হাজার খ. প্রায় ২০ লাখ গ. প্রায় ১ লাখ ঘ. ৪ লাখেরও বেশি সঠিক উত্তর : খ. প্রায় ২০ লাখ ১৮। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট- ক. িি.িসধঃযড়ষুসঢ়রধফ.ড়ৎম.নফ খ. িি.িসড়বফঁ.মড়া.নফ গ. িি.িসধঃযভড়ৎঁস.ড়ৎম/ফৎ.সধঃয/ ঘ. িি.ি শধহধপধফবসু.ড়ৎম/রহঃ/নহ/ সঠিক উত্তর : খ. িি.িসড়বফঁ.মড়া.নফ ১৯। ইংরেজি শেখার ওয়েবসাইটের নাম কী? ক. খান একাডেমি খ. বিবিসি জানালা গ. উইকিপিডিয়া ঘ. ইয়াহু সঠিক উত্তর : খ. বিবিসি জানালা ২০। কোন জায়গায় বিশ্বের বিখ্যাত বইগুলো সহজে পাওয়া যায়? ক. মার্কেটে খ. বইয়ের দোকানে গ. লাইব্রেরিতে ঘ. ইন্টারনেটে সঠিক উত্তর : ঘ. ইন্টারনেটে ২১। নিচের কোন সাইটে আমরা ভিডিও শেয়ারিং করতে পারি? ক. িি.িসধঃযড়ষুসঢ়রধফ.ড়ৎম.নফ খ. িি.িসড়বফঁ.মড়া.নফ গ. িি.িসধঃযভড়ৎঁস.ড়ৎম/ফৎ.সধঃয/ ঘ. িি.িুড়ঁঃঁনব.পড়স সঠিক উত্তর : ঘ. িি.িুড়ঁঃঁনব.পড়স ২২। ই-বুক দ্বারা কী বোঝায়? ক. বইয়ের কম্পোজ কপি খ. মুদ্রিত বইয়ের ডিজিটাল কপি গ. বইয়ের ফটোকপি ঘ. বইয়ের লিখিত কপি সঠিক উত্তর : খ. মুদ্রিত বইয়ের ডিজিটাল কপি ২৩। যঃঃঢ়://িি.িপড়ঁৎংবৎধ.ড়ৎম দ্বারা কী বোঝায়? ক. ইংরেজিতে একটি শিক্ষা কোর্স খ. বাংলায় একটি শিক্ষা কোর্স গ. যে কোনো ভাষার শিক্ষা কোর্স ঘ. একটি সামাজিক যোগাযোগ ওয়েবসাইট সঠিক উত্তর : ক. ইংরেজিতে একটি শিক্ষা কোর্স ২৪। িিি দিয়ে কোনটি বোঝায়? ক. রিফব ড়িৎষফ বিন খ. রিফব বিন ধিু গ. ড়িৎষফ ফিব ধিু ঘ. ড়িৎষফ রিফব বিন সঠিক উত্তর : ঘ. ড়িৎষফ রিফব বিন ২৫। িি.িবনড়ড়শ.মড়া.নফ এখানে নফ বলতে নিচের কোনটি বোঝায়? ক. ইধহমষধফবংয খ. নধহমষব গ. নফ ঘ. নধহমধষর সঠিক উত্তর : ক. নধহমষধফবংয