বাংলা

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২০, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা
টেপা পুতুল
আমাদের লোকশিল্প ২১। প্রতীকধর্মী মাটির টেপা পুতুল কুমোরদের কোন স্বরূপটি উন্মোচন করে? ক. কারিগরি দক্ষতার খ. কারিগরদের অর্থনৈতিক অবস্থা গ. কারিগরি প্রচেষ্টার ঘ. কারিগরদের সার্থকতার সঠিক উত্তর : ক. কারিগরি দক্ষতার ২২। লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে মানুষের দায়িত্ব কোনটি? ক. এর সংরক্ষণ ও বাজারজাতকরণ খ. এর সংরক্ষণ ও সম্প্রসারণ গ. এর বাজারজাতকরণ ও সম্প্রসারণ ঘ. এর প্রচার সঠিক উত্তর : খ. এর সংরক্ষণ ও সম্প্রসারণ ২৩। বর্তমানে দেশে-বিদেশে পরিচিত ও আমাদের গর্বের বস্তু নিচের কোনটি? ক. পাটশিল্প খ. কাঠশিল্প গ. মসলিন ঘ. ঢাকাই জামদানি সঠিক উত্তর : ঘ. ঢাকাই জামদানি তৈলচিত্রের ভূত ১। নগেনকে 'গর্দভ' বলার কারণ কী? ক. শিক্ষার অভাবের জন্য খ. নির্বুদ্ধিতার জন্য গ. অজ্ঞতার জন্য ঘ. অজ্ঞানতার জন্য সঠিক উত্তর : খ. নির্বুদ্ধিতার জন্য ২। দুহাতের আঙুল ধরে পরীক্ষা করার উদ্দেশ্য কী? ক. রোগ নিরাময় খ. রোগ নির্ণয়ের প্রচেষ্টা গ. অভিজ্ঞতা ঘ. সাহসিকতা প্রদর্শন সঠিক উত্তর : খ. রোগ নির্ণয়ের প্রচেষ্টা ৩। নগেন কোথায় পড়াশোনা করে? ক. স্কুলে খ. কলেজে গ. মেডিকেল কলেজে ঘ. বিশ্ববিদ্যালয়ে সঠিক উত্তর : খ. কলেজে ৪। লাইব্রেরিটি কার আমলের? ক. নগেনের দাদা মশায়ের খ. নগেনের বাবার গ. নগেনের মামার ঘ. নগেনের প্রপিতামহের সঠিক উত্তর : ক. নগেনের দাদা মশায়ের ৫। নগেনের মামা কত বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটি পয়সাও খরচ করেনি? ক. ২৭ বছর খ. ৩০ বছর গ. ৩১ বছর ঘ. ৩২ বছর সঠিক উত্তর : গ. ৩১ বছর ৬। আলমারির ভেতর বেশির ভাগ কী দিয়ে ঠাসা? ক. অদরকারি বাজে বই খ. কাপড়চোপড় গ. দরকারি বই ঘ. মাসিক পত্র সঠিক উত্তর : ক. অদরকারি বাজে বই ৭। দেয়ালে বড় বড় কয়টি তৈলচিত্র আছে? ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি সঠিক উত্তর : খ. তিনটি ৮। মটকা কী? ক. রেশমের মোটা কাপড় খ. পাটের মোটা কাপড় গ. তুলার মোটা কাপড় ঘ. রেশমের চিকন কাপড় সঠিক উত্তর : ক. রেশমের মোটা কাপড় ৯। উদ্ভ্রান্ত শব্দের অর্থ কী? ক. বিব্রত খ. দ্বিধা গ. দ্বন্দ্ব ঘ. দিশেহারা সঠিক উত্তর : ঘ. দিশেহারা নিচের উদ্দীপকটি পড়ে ১০নং প্রশ্নের উত্তর দাও। \হরহিম সাহেবের বাসা থেকে কিছু গয়না চুরি হয়ে গেছে। অবশ্য কাজের মেয়েটিকে সন্দেহ করতে পারে না। কেননা, তার চরিত্র সম্পর্কে সবার জানা আছে। ১০। উদ্দীপকের মেয়েটির সঙ্গে নগেনের যে চারিত্র্যিক বৈশিষ্ট্যের মিল আছে- ক. নম্রতা খ. সততা গ. সাহসিকতা ঘ. ভীরুতা সঠিক উত্তর : খ. সততা