জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন: ট্রান্সফরমার কী? উত্তর: সচরাচর ব্যবহৃত বৈদু্যতিক যন্ত্র প্রশ্ন: থার্মোমিটার কী? উত্তর: তাপমাপক যন্ত্র প্রশ্ন: মাইক্রোস্কোপ কী? উত্তর: ক্ষুদ্র বস্তু বৃহৎ দেখার যন্ত্র প্রশ্ন: রেফ্রিজারেটর কী? উত্তর: হিমায়িত করার যন্ত্র প্রশ্ন: সিসমোগ্রাফ কী? উত্তর: ভূমিকম্প মাপক যন্ত্র প্রশ্ন: স্পিডোমিটার কী? উত্তর: গাড়ির গতি মাপক যন্ত্র প্রশ্ন: অডিওফোন কী? উত্তর: শ্রবণশক্তি বাড়ানোর জন্য ব্যবহৃত হয় প্রশ্ন: অলটিমিটার কী? উত্তর: উচ্চতা নির্ণয় করার যন্ত্র প্রশ্ন: কার্ডিওগ্রাফি কী? উত্তর: হৃদপিন্ডের গতি নির্ধারণ করার যন্ত্র প্রশ্ন: ক্রেসকোগ্রাফ কী? উত্তর: উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র প্রশ্ন: ক্রনোমিটার কী? উত্তর: সময় মাপার যন্ত্র প্রশ্ন: গ্যালভানোমিটার কী? উত্তর: ক্ষুদ্রমানের বিদু্যৎপ্রবাহ নির্ণয়করী যন্ত্র