অনলাইনে জবির আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে অনলাইনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি আগামী ৩০ ও ৩১ অক্টোবর এ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। ভার্চুয়াল মাধ্যম 'ডিস্কর্ড' অ্যাপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্সের কোনো শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। ডিবেটিং সোসাইটির মডারেটর প্রফেসর সুমন কুমার মজুমদার স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে। প্রতিটি বিভাগ থেকে ৩ সদস্যের দুটি দল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এ জন্য দলপ্রতি ২৫০ টাকা নিবন্ধন ফি দিতে হবে। সংসদীয় পদ্ধতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।