ড্যাফোডিলে ওয়েবিনার অনুষ্ঠিত

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন (জেএমসি) বিভাগ আয়োজিত 'ক্যারিয়ার ইন পিআর : স্কোপস অ্যান্ড স্কিলস' শীর্ষক ওয়েবিনার ২৪ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের ই-ফাইন্যান্সিয়াল সার্ভিস 'নগদে' এর হেড অব মিডিয়া সুজন মাহমুদ। শুরুতে ডিআইইউ'র ট্রেজারার মমিনুল হক মজুমদার স্বাগত বক্তব্য রাখেন। ওয়েবিনারে বক্তারা বলেন, যোগাযোগের এই বিশ্বে দক্ষ পাবলিক রিলেশন্স বা জনসংযোগ সরকারি-বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। তাই এখন বড় প্রতিষ্ঠানগুলো শুধু বিজ্ঞাপনের ওপর নির্ভর না করে আলাদা করে পাবলিক রিলেশন্স নামে বিভাগ রাখছে। এ ক্ষেত্রে নতুন এই চ্যালেঞ্জ মোকাবিলায় যোগাযোগ বিদ্যার শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। আলোচনায় অংশ নেন জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন বিভাগের প্রধান ড. শেখ শফিউল ইসলাম, ডিআইইউ'র সিনিয়র এসিস্ট্যান্ট ডিরেক্টর (পাবলিক রিলেশন্স) আনোয়ার হাবিব কাজল এবং ডিআইইউ 'ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার' (সিডিসি) -এর সমন্বয়ক ও জেএমসি শিক্ষক রাশেদুল ইসলাম রাতুল। ওয়েবিনার সঞ্চালনা করেন জেএমসি শিক্ষক এনায়েতুর রহমান। ডিআইইউ'র সিনিয়র এসিস্ট্যান্ট ডিরেক্টর (পাবলিক রিলেশন্স) আনোয়ার হাবিব কাজলও ব্যবহারিক কাজের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।