প্রাথমিক বিজ্ঞান

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২০, ০০:০০

রোমানা হাবীব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
অধ্যায় - ৯ প্রশ্ন :অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খুলবে কেন? উত্তর : অপরিচিতদের পরিচয় না জেনে ঘরের দরজা খুললে চুরি, ডাকাতিসহ নানা ধরনের অঘটন ঘটতে পারে। প্রশ্ন :বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখবে কেন? উত্তর : বাড়িতে হাত, পা বা যে কোনো অঙ্গ কেটে, পুড়ে বা আঘাত পেলে প্রাথমিক চিকিৎসা বাক্স থাকলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা করা সম্ভব। প্রশ্ন :রাস্তায় কেন খেলাধুলা করব না? উত্তর : রাস্তায় খেলাধুলা করলে যানবাহনসহ জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হবে এবং যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে। প্রশ্ন : রাস্তায় পথ চলায় সতর্ক থাকবে কেন? উত্তর : রাস্তায় পথ চলায় সতর্ক থাকলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। প্রশ্ন : রাস্তা পার হওয়ার নিয়ম লেখো। উত্তর : ফুটপাত, ওভারব্রিজ ও রাস্তার দুপাশ ভালো করে দেখে জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া। প্রশ্ন :অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি কেন? উত্তর : বাংলাদেশে অনেক সময় গাড়ি, বাস ও ট্রাক বিপজ্জনকভাবে চালানো হয়। তাই সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি। প্রশ্ন : শিশুদের রাষ্ট্রের প্রতি কর্তব্য কী? উত্তর : রাষ্ট্রের প্রদত্ত শিক্ষা গ্রহণ ও দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া শিশুদের রাষ্ট্রের প্রতি প্রধান কর্তব্য। প্রশ্ন : রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য কী কী? উত্তর : নিয়মিত কর প্রদান, ভোটদান, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। প্রশ্ন : নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের কী রয়েছে? উত্তর : নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। প্রশ্ন : রাষ্ট্রের নাগরিকদের নিয়মিত কর দেওয়া উচিত কেন? উত্তর : রাষ্ট্রের ব্যয় নির্বাহের জন্য নাগরিকদের নিয়মিত কর দেওয়া উচিত। প্রশ্ন : সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলা কাদের দায়িত্ব? উত্তর : সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলা প্রত্যেক মা-বাবার দায়িত্ব। প্রশ্ন : দুর্ঘটনার অন্যতম কারণ কী? উত্তর : অসাবধানে পথ চলা দুর্ঘটনার অন্যতম কারণ। প্রশ্ন : রাস্তা পারাপারের একটি নিয়ম উলেস্নখ করো। উত্তর : রাস্তা পারাপারের সময় ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং ব্যবহার করা। অধ্যায় ১০ প্রশ্ন : কীভাবে দলনেতা নির্বাচন করা উচিত? উত্তর : সবার ঐকমত্যের ভিত্তিতে দলনেতা নির্বাচন করা উচিত। প্রশ্ন : শ্রেণিকক্ষে গণতন্ত্রচর্চার একটি উপায় লেখো। উত্তর : শ্রেণিকক্ষে গণতন্ত্রচর্চার একটি উপায় হলো সবার মতামতের ভিত্তিতে শিক্ষক শ্রেণি নেতা নির্বাচিত করবেন। প্রশ্ন : গণতন্ত্রের অর্থ কী? উত্তর : গণতন্ত্র অর্থ জনগণের শাসন। প্রশ্ন : কোনটি আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি? উত্তর : গণতন্ত্র আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। প্রশ্ন : গণতান্ত্রিক মনোভাব বলতে কী বোঝায়? উত্তর : অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সম্মান করাকে বলে গণতান্ত্রিক মনোভাব।