শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৬ অক্টোবর ২০২০, ০০:০০
স্ফিগমোম্যানোমিটার

প্রশ্ন: স্ফিগমোম্যানোমিটার কী?

উত্তর: রক্তচাপ মাপক যন্ত্র

প্রশ্ন: ট্যাকোমিটার কী?

উত্তর: উড়োজাহাজ ও মোটর বোটের গতি নির্ধারক যন্ত্র

প্রশ্ন: ডায়নামো কী?

উত্তর: যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করার যন্ত্র

প্রশ্ন: ফ্যাদোমিটার কী?

উত্তর: সমুদ্রের গভীরতা নির্ণয়ের যন্ত্র

প্রশ্ন: বেলোমিটার কী?

উত্তর: বিকীর্ণ তাপ মাপার যন্ত্র

প্রশ্ন: রাডার কী?

উত্তর: রেডিও তরঙ্গের সাহায্য গতিশীল বস্তুর অবস্থান জানা

প্রশ্ন: রেইনগেজ কী?

উত্তর: বৃষ্টি পরিমাপক যন্ত্র

প্রশ্ন: ল্যাকটোমিটার কী?

উত্তর: খাঁটি দুধ মাপার যন্ত্র

প্রশ্ন: সেক্সট্যান্ট কী?

উত্তর: দুটি বস্তু নির্ণায়ক যন্ত্র

প্রশ্ন: হাইড্রোফোন কী?

উত্তর: পানির নিচের শব্দ রেকর্ড করার যন্ত্র

প্রশ্ন: স্পেকট্রোমিটার কী?

উত্তর: স্বর্ণের মান যাচাই করার যন্ত্র

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<116501 and publish = 1 order by id desc limit 3' at line 1