পঞ্চম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২০, ০০:০০

রোমানা হাবীব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
গারো সম্প্রদায়
আজ তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো অধ্যায় - ৯ প্রশ্ন :কে প্রথম শ্রেণি নেতা হবেন? উত্তর : শ্রেণিতে যে সবচেয়ে বেশি ভোট পায়। সে প্রথম শ্রেণি নেতা হবেন। প্রশ্ন :বিদ্যালয়ের যে কোনো কাজ করতে কীভাবে সিদ্ধান্ত নেব? উত্তর : বিদ্যালয়ের যে কোনো কাজ সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব ও গণতান্ত্রিক আচরণ করব। প্রশ্ন :কোন পদ্ধতিতে কাজ করলে কারও কোনো কথা বলা বা আপত্তি থাকে না? উত্তর : গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করলে কারও কোনো কথা বলা বা আপত্তি থাকে না। প্রশ্ন :বাড়িতে কোনো কাজ করার আগে কী করা উচিত? উত্তর : বাড়িতে কোনো কাজ করার আগে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রশ্ন :সাধারণত কী কী কাজ পরিবারের সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিই? উত্তর : আমরা সাধারণত পরিবারের খাবার, ঘর সাজানো, উৎসব বা অনুষ্ঠানে করণীয় নিয়ে পরিবারে সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিই। প্রশ্ন :কর্মক্ষেত্রে কাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা উচিত? উত্তর : কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা উচিত। প্রশ্ন :সবার সঙ্গে আলোচনা করে কাজ করলে কী ফল বয়ে আনবে? উত্তর : ফলে সবাই কাজটির গুরুত্ব বুঝতে পারবে ও নিজেদের মত প্রকাশে উৎসাহিত হবে। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা আরও ভালোভাবে সবার কাছে পৌঁছে দিতে পারবে। প্রশ্ন :রাজনৈতিকভাবে বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র? উত্তর : রাজনৈতিকভাবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। প্রশ্ন :আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী? উত্তর : গণতন্ত্র আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। প্রশ্ন :কী প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষ দীর্ঘদিন সংগ্রাম করেছে? উত্তর : গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষ দীর্ঘদিন সংগ্রাম করেছে। প্রশ্ন :গণতন্ত্র শক্তিশালী করার জন্য আমাদের কী করণীয়? উত্তর : আমরা বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ, কর্মক্ষেত্রসহ সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করব। এর ফলে আমাদের দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। প্রশ্ন :আমরা সবার সঙ্গে কীভাবে গণতান্ত্রিক আচরণ করব? উত্তর : আমরা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব ও পরস্পরের মতের শ্রদ্ধাশীল হয়ে গণতান্ত্রিক আচরণ করব। অধ্যায় ১১ প্রশ্ন : গারো সমাজ কোন ধরনের? উত্তর : গারো সমাজ মাতৃতান্ত্রিক। প্রশ্ন : গারোদের প্রধান উৎসবের নাম কী? উত্তর : গারোদের প্রধান উৎসবের নাম 'ওয়াংগালা'। প্রশ্ন : ম্রোরা কোন ধর্মাবলম্বী? উত্তর : ম্রোরা বৌদ্ধধর্মাবলম্বী।