শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির পড়াশোনা বাংলা

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা
  ২৮ অক্টোবর ২০২০, ০০:০০

আজ তোমাদের জন্য বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

পড়ে পাওয়া

৩। কারা হঠাৎ ধার্মিক হয়ে উঠল?

ক. লেখক ও বাদল

খ. বাদল ও বিধু

গ. নিধু ও সিধু

ঘ. বিধু

সঠিক উত্তর : ক. লেখক ও বাদল

৪। গুপ্ত মিটিং কোথায় বসল?

ক. ভাঙা নাটমন্দিরের কোণে

খ. তেঁতুলগাছের তলায়

গ. চন্ডীমন্ডপের সামনে

ঘ. বিচালিগাদার কোণে

সঠিক উত্তর : ক. ভাঙা নাটমন্দিরের কোণে

৫। কার নির্দেশে মিটিং বসেছিল?

ক. লেখকের

খ. বিধুর

গ. বাদলের

ঘ. নিধুর

সঠিক উত্তর : খ. বিধুর

৬। কার হাতের লেখা ভালো?

ক. বিধুর

খ. নিধুর

গ. বাদলের

ঘ. তিনুর

সঠিক উত্তর : গ. বাদলের

৭। কয়টি কাগজ লেখা হয়েছিল?

ক. একটি

খ. দুটি

গ. তিনটি

ঘ. চারটি

সঠিক উত্তর : গ. তিনটি

৮। 'আড়ি' শব্দের অর্থ কী?

ক. অলংকার

খ. ধান মাপার বেতের ঝুড়ি

গ. মাছ ধরার যন্ত্র

ঘ. সংশয়

সঠিক উত্তর : খ. ধান মাপার বেতের ঝুড়ি

৯। 'সংশয়' শব্দের অর্থ কী?

ক. বিব্রত

খ. লজ্জিত

গ. সন্দেহ

ঘ. দ্বিধান্বিত

সঠিক উত্তর : গ. সন্দেহ

১০। 'পড়ে পাওয়া' গল্পে কিশোরদের চারিত্র্যিক বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে-

র. ঐক্য চেতনায়

রর. উন্নত মানসিকতা প্রকাশে

ররর. টিনটি ফিরিয়ে দেওয়ায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ র ও ররর

গ রর ও ররর ঘ র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

১১। গল্পে দরিদ্র অসহায় মানুষের প্রতি কিসের চিত্র ফুটে উঠেছে?

ক. ভালোবাসার

খ. উপহাসের

গ. ঘৃণাবোধের

ঘ. নিষ্ঠুরতার

সঠিক উত্তর : ক. ভালোবাসার

১২। 'কাপালি' হিন্দু ধর্মের কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত?

ক. মৎস্যজীবী

খ. আইনজীবী

গ. তান্ত্রিক

ঘ. শ্রমজীবী

সঠিক উত্তর : গ. তান্ত্রিক

১৩। 'পড়ে পাওয়া' গল্পের ভাষারীতি কেমন?

ক. সাধু

খ. চলিত

গ. আঞ্চলিক

ঘ. গুরুচন্ডালী

সঠিক উত্তর : খ. চলিত

১৪। 'পড়ে পাওয়া' গল্পটি কী শিক্ষা দেয়?

ক. কর্তব্যপরায়ণতা

খ. মানুষে মানুষে সম্পর্ক

গ. সামাজিকতা

ঘ. শৃঙ্খলা

সঠিক উত্তর : ক. কর্তব্যপরায়ণতা

১৫। কাপালি লোকটি কোথা থেকে ফিরছিল?

ক. নির্বিষখোলার হাট থেকে

খ. দরিরামপুর হাট থেকে

গ. কানকিরহাট থেকে

ঘ. জমিদারহাট থেকে

সঠিক উত্তর : ক. নির্বিষখোলার হাট থেকে

১৬। 'দিব্যি' শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়?

ক. শপথ

খ. বিশ্বাস

গ. সংশয়

ঘ. প্রতিনিয়ত

সঠিক উত্তর : ক. শপথ

১৭। ধানের খড়ের স্তূপের সঙ্গে নিচের কোন শব্দটির সম্পর্ক রয়েছে?

ক. অপ্রতিভ

খ. বিচালিগাদা

গ. চৌকিদার

ঘ. কাপালি

সঠিক উত্তর : খ. বিচালিগাদা

১৮। 'পড়ে পাওয়া' গল্পটি পড়ে কোন ধরনের শিক্ষা লাভ করা যায়?

ক. সততা খ. বিনোদন

গ. প্রেরণা ঘ. ভ্রমণ

সঠিক উত্তর : ক. সততা

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

১। 'ছয় দফা' ঘোষণা করা হয় কত সালে?

ক. ১৯৬২

খ. ১৯৬৪

গ. ১৯৬৬

ঘ. ১৯৬৯

সঠিক উত্তর : গ. ১৯৬৬

২। বঙ্গবন্ধু নিচের কোনটি 'উইথড্র' করার দাবি জানান?

ক. মার্শাল আর্ট

খ. মার্শাল ল

গ. মার্শাল জুডো

ঘ. মার্শাল ফিল্ম

সঠিক উত্তর : খ. মার্শাল ল

৩। শেখ মুজিবুর রহমান তার ভাষণে কাদের হাতে ক্ষমতা তুলে দিতে বলেন?

ক. সরকারের মন্ত্রীর হাতে

খ. সরকারের প্রতিনিধির হাতে

গ. জনগণের প্রতিনিধির হাতে

ঘ. তার নিজস্ব প্রতিনিধির হাতে

সঠিক উত্তর : গ. জনগণের প্রতিনিধির হাতে

৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের 'জাতির জনক' বলার কারণ কোনটি?

ক. পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন বলে

খ. স্বাধীন বাংলাদেশের স্থপতি বলে

গ. বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি বলে

ঘ. বাংলার অবিসংবাদিত নেতা বলে

সঠিক উত্তর : গ. বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি বলে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<116866 and publish = 1 order by id desc limit 3' at line 1