মান্ডালা চিত্রে ধৈর্যশক্তি বাড়ায়

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মান্ডালা হলো একটি সংস্কৃত শব্দ। এর অর্থ গোল, বৃত্ত। মান্ডালা বানানো কোনো কঠিন ব্যাপার না, এটিই ধৈর্যের খেলা। যে যত ধৈর্য ও নিষ্ঠার সাথে তা তৈরি করবে তা ততই সুন্দর ও নিখুঁত হবে। বৌদ্ধরা এই মান্ডালার প্রচলন শুরু করে। তিব্বত, ভারত, জাপান ও চীনে সর্বপ্রথম মান্ডালা আঁকা শুরু হয় যা এখন বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। শুরুর দিকে মান্ডালা গোলাকার হতো এবং তার কেন্দ্রে একটা বৃত্ত থাকত ঠিক পৃথিবীর গঠনের মতো। পৃথিবীর আকার গোল এবং কেন্দ্র থেকে আকাশ পর্যন্ত সুন্দরভাবে সজ্জিত। তাই বৌদ্ধরা একটা ছোট বৃত্ত আঁকত এবং তাকে কেন্দ্র করে বড় একটা বৃত্ত আঁকত ও তার ভেতর নিখুঁতভাবে সুন্দর সুন্দর নকশা করত। এভাবে শুরু হয় মান্ডালা আঁকানোর প্রচলন। ধীরে ধীরে সময় যেতে যেতে মান্ডালা এখন বিভিন্ন আকৃতির হয়ে গেছে। পাশাপাশি মান্ডালার নকশা আরও নিখুঁত হয়েছে। অনেকেই আছে যারা একদিনে একাধিক মান্ডালা তৈরি করতে পারে, আবার অনেকে আছে একটা মান্ডালা শেষ করতেই একদিন সময় লাগে। মান্ডালার ইতিবাচক প্রভাব সবার উপরই পড়ে। উদাহরণস্বরূপ- মান্ডালা বস্নাড প্রেশার কমাতে সাহায্য করে, ধৈর্যশক্তি বাড়ায়, মনোযোগী করে তোলে, মানসিক চাপ কমায় ইত্যাদি। আমি চবসধ ঈযড়ফৎড়হ-এর মান্ডালা দেখে সর্বপ্রথম আঁকতে উদ্বুদ্ধ হই। তার লেখা নীতিবাক্যগুলো অনেক সময় অনেক কাজে উদ্বুদ্ধ করে। আমি খুবই আনন্দিত যে, আমি কিছু মান্ডালা চিত্র আঁকার চেষ্টা করেছি। \হলেখা ও আঁকা ছোট বন্ধু মাশিহা কায়েনাথ মিদোরী ৬ষ্ঠ শ্রেণি