পঞ্চম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২০, ০০:০০

রোমানা হাবীব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
আজ তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো অধ্যায় - ১১ প্রশ্ন : ত্রিপুরারা কোন সময়ে 'বৈসু' উৎসব পালন করে? উত্তর : ত্রিপুরারা বাংলা বছরের শেষ দুদিন ও নববর্ষের প্রথম দিনে 'বৈসু' উৎসব পালন করে। প্রশ্ন : ওঁরাওদের প্রধান উৎসবের নাম কী? উত্তর : ওঁরাওদের প্রধান উৎসবের নাম 'ফাগুয়া'। প্রশ্ন : বাংলাদেশে কোন অঞ্চলে গারোরা বাস করে? উত্তর : বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে গারোরা বাস করে। প্রশ্ন : মাতৃতান্ত্রিক বলতে কী বোঝো? উত্তর : নারীরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকারী। প্রশ্ন : গারোদের অধিকাংশ বর্তমানে কোন ধর্মাবলম্বী? উত্তর : গারোদের অধিকাংশ বর্তমানে খ্রিস্টধর্মাবলম্বী। প্রশ্ন :গারোদের ঐতিহ্যবাহী খাবারের নাম কী? উত্তর : গারোদের ঐতিহ্যবাহী খাবারের নাম বাঁশ কোড়ল। প্রশ্ন : ওঁরাওদের ভাষার নাম কী? উত্তর : কুড়খ ও সাদ্রি প্রশ্ন : খাসিয়াদের প্রধান দেবতার নাম কী? উত্তর : খাসিয়াদের প্রধান দেবতার নাম 'উবস্নাই নাংথউ'। প্রশ্ন : বাংলাদেশের ত্রিপুরারা কোন সমাজের অধিকারী? উত্তর : বাংলাদেশের ত্রিপুরারা পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী।