জানার আছে অনেক কিছু

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
সম্রাট আকবর
প্রশ্ন: সম্রাট আকবর বাংলা জয় করেন কবে? উত্তর: ১৫৭৬ সালে। প্রশ্ন: কত সালে শাহবাজ খান বাংলার সুবাদার নিযুক্ত হন? উত্তর: ১৮৫৩ সালে। প্রশ্ন: চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন কে? উত্তর: শায়েস্তা খান। প্রশ্ন: মুঘল সাম্রাজ্যের সম্রাট আকবরের মৃতু্য হয় কোন সালে? উত্তর: ১৬০৫ সালে। প্রশ্ন: ইসলাম খান কোথা থেকে ঢাকায় রাজধানী স্থাপন করেন? উত্তর: রাজমহল থেকে। প্রশ্ন: ঢাকার ধোলাই খাল কে খনন করেন? উত্তর: সুবেদার ইসলাম খান। প্রশ্ন: পানিপথের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় কোন সালে? উত্তর: ১৫৫৬ সালে। প্রশ্ন: পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে অনুষ্ঠিত হয়? উত্তর: আকবরের সেনাপতি বৈরাম খান ও হিমুর। প্রশ্ন: পানিপথের তৃতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় কোন সালে? উত্তর: ১৭৬১ সালে। প্রশ্ন: পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে অনুষ্ঠিত হয়? উত্তর: আহমেদ শাহ আবদালী ও মারাঠাদের। প্রশ্ন: শেরশাহ কোন যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে দিলিস্নর সিংহাসন দখল করেন? উত্তর: কনৌজের যুদ্ধে। প্রশ্ন: বাংলাকে কে 'জান্নাতাবাদ' বলে ঘোষণা করেন? উত্তর: সম্রাট হুমায়ুন। প্রশ্ন: ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে? উত্তর: শেরশাহ।